শনিবার বেলা ১২টা। আচমকাই ন্যাশনাল মেডিক্যাল কলেজের মহিলা ওয়ার্ডে ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক। ধোঁয়ায় ভরে যেতে থাকে ৫ তলার এই ওয়ার্ড। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৪টি ইঞ্জিন। কিন্তু দমকল আসার আগেই রোগীর আত্মীয়রা ওয়ার্ডে হাজির হন। আগুনের জেরে ততক্ষণে বড় বিপর্যয় এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে ওয়ার্ডের বিদ্যুৎ সংযোগ। আতঙ্কে সদ্যোজাতদের কোলে করে মায়েরা ওয়ার্ড ছেড়ে নিচে নামতে শুরু করেন। ওয়ার্ড ছেড়ে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। চিকিৎসকেরা আগুন আয়ত্তে বলে আশ্বাস দিলেও আতঙ্কে সকলেই তখন ওয়ার্ড ছেড়ে পালাতে পারলে বাঁচেন। অনেক অসুস্থ মহিলাকে হাসপাতাল কর্মীরাই নিচে নামিয়ে আনেন।
ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কিন্তু আতঙ্ক তখনও কাটেনি। হাসপাতালের একতলায় আত্মীয় ও রোগীদের ভিড় তখন থিকথিক করছে। কেউ অসুস্থ অবস্থায় একটু বসার জায়গা খুঁজছে। কেউ সদ্যোজাত কোলে কোথায় যাবেন ঠিক করে উঠতে পারছেন না। পরে ক্রমশ অবস্থা আয়ত্তে আসে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।