পিতা শব্দের কলঙ্ক। তাই সাজাটাও অস্বাভাবিক। বাস্তবে সাজা পূরণের কোনও সম্ভাবনা না থাকলেও, সাজার একটা প্রতীকী বার্তা রয়েছে। আর সেটাই হয়তো সমাজের কাছে পৌঁছে দিতে চেয়েছেন বিচারক। ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায়। বছর ৪১-এর এক ব্যক্তির বিরুদ্ধে তার মেয়ে অভিযোগ করে যে বাবার হাতে টানা ৪ বছর ধরে ধর্ষণের শিকার হতে হয়েছে তাকে। অগত্যা এই যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে বাড়ি থেকে পালিয়ে বাঁচে সে।
এখন ওই তরুণীর বয়স ২৩ বছর। তার অভিযোগ ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তাকে বাবার হাতে ধর্ষণের শিকার হতে হয়েছে। সপ্তাহে ৩ বার করে তো বটেই। আর এই দীর্ঘসময়ে সে তার বাবার চোখে-মুখে কোনও অনুতাপ দেখেনি। যা আদালতে সাজা ঘোষণার পরও দেখা যায়নি। বিচারক পরিস্কার জানান, এই ঘটনা সমাজের পক্ষে ভয়ংকর। তাই অভিযুক্তকে দৃষ্টান্তমূলক সাজা দিতে তাকে দেড় হাজার বছরের কারাবাসের নির্দেশ দেন তিনি। যার একটাই অর্থ দাঁড়ায়। ওই ব্যক্তি যতদিন বাঁচবে, তাকে গারদের পিছনেই কাটাতে হবে।