তেড়ে আসছে কোটি কোটি লিটার জলে ভরা ঘূর্ণিঝড়, স্থলভাগে ফাটবে আচমকা
এক হাড় হিম করা ঘূর্ণিঝড় তেড়ে আসছে। তার ফলে কি হবে আন্দাজ করতে পারছেন না বিশেষজ্ঞেরাও। অল্প সময়ের মধ্যেই আকাশে ফাটবে সেটি।
ঘূর্ণিঝড়ের সঙ্গে পরিচিত বিশ্বের বিভিন্ন প্রান্ত। দাপুটে ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতিও দেখেছেন মানুষ। কিন্তু এমন ঘূর্ণিঝড় অতি বিরলের দলে পড়ে। একে বলা হয় বম্ব সাইক্লোন। বোমা শব্দটি থাকার কারণ রয়েছে।
সাইক্লোনে প্রবল ঝড় হয়, সঙ্গে ঝেঁপে বৃষ্টি। কিন্তু এই ঝড়ের ক্ষেত্রে তা সঙ্গে করে আকাশপথে নিয়ে আসছে ৮ ট্রিলিয়ন গ্যালন জল। যা ভাবনারও অতীত। লিটারে হিসাব বলছে ৩৯ লক্ষ ২৮ হাজার কোটি লিটার জল নিয়ে স্থলভাগের দিকে তেড়ে আসছে এই বম্ব সাইক্লোন।
যা আবার স্থলভাগে প্রবেশের পর যে কোনও সময় একটা বিস্ফোরণের মত ফেটে সব জল ঝরিয়ে দেবে। ওই বিপুল পরিমাণ জল আকাশ থেকে খুব অল্প সময়ের মধ্যে আছড়ে পড়বে স্থলভাগে।
ভেসে যাবে বহু এলাকা। নানা জায়গায় হড়পা বান তৈরি হবে। ক্লাউড বার্স্ট বা মেঘ ভাঙা বৃষ্টির চেয়ে অনেক বেশি ভয়ংকর চেহারা নিতে পারে এই বম্ব সাইক্লোন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে চলেছে এই বম্ব সাইক্লোন। আবহাওয়ার এমন প্রলয় রূপ বড় একটা দেখা যায়না। তাই সতর্ক প্রশাসন। কিন্তু এ এতটাই ক্ষমতাধর যে তাকে ঠেকানো মানুষের কম্ম নয়।
বিপুল শক্তি নিয়ে পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া সহ একাধিক রাজ্যে তাণ্ডব চালাতে চলেছে এই ক্যাটাগরি ৫ ঘূর্ণিঝড়। যার জেরে ক্ষয়ক্ষতির চেহারাটা কতটা ভয়ংকর হতে চলেছে তা আন্দাজ করতে পারছেন না কেউই। রাতের ঘুম উড়েছে মানুষের। আপাতত অপেক্ষা করা ছাড়া তাঁদের আর কিছুই করার নেই।