বোমা ফেটেছে, ঘূর্ণিঝড়ের সঙ্গী বায়ুমণ্ডলীয় নদী, জল, অন্ধকারে কয়েক লক্ষ পরিবার
বোমাটা যে ফাটবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এবার তা ফাটল। আকাশে ঝড়ের সঙ্গী হল বায়ুমণ্ডলীয় নদী। ভয়ংকর তার রূপ। কয়েক লক্ষ পরিবার অন্ধকারে।
এ ঘটনা অতিবিরল। তবে এখন যেভাবে ঝড়, বৃষ্টি, গরম, তুষারপাত নিজেদের চেহারা ও চেনা বহিঃপ্রকাশ পরিবর্তন করছে তাতে খামখেয়ালি প্রকৃতি ক্রমেই ভয়ংকর অচেনা হয়ে উঠছে। মানুষের জন্য যা কার্যত আতঙ্কের।
ক্যালিফোর্নিয়ার মাথার ওপর তেমনই এক বম্ব সাইক্লোন নামে ঘূর্ণিঝড় ফাটার অপেক্ষায় ছিল। তা এবার ফাটলও। এ ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য হল তা তার সঙ্গে এক বায়ুমণ্ডলীয় নদী নিয়ে পাক খাচ্ছিল।
সাইক্লোনটি ফাটার কথা ছিল। সেটা হওয়ার পর সেই জল আকাশ থেকে এমনভাবে নামতে থাকে যে খুব অল্প সময়ের মধ্যে বহু এলাকা জলের তলায় চলে যায়। শুরু হয় পাহাড়ি জায়গায় কাদা ধস।
বৃষ্টি এক জিনিস। কিন্তু এই বৃষ্টি এতটাই প্রলয়ঙ্করী যে তা থেকে জল ঝরে বহু মানুষের জন্য এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি করল। ইতিমধ্যেই ২টি প্রাণ কেড়েছে এই বম্ব সাইক্লোন। বহু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
যেখানে জল বেড়েই চলেছে। আবহাওয়া দফতর মনে করছে এই পরিস্থিতি সপ্তাহান্ত পর্যন্ত চলবে। ফলে জল আরও বাড়বে। আরও ৬ থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছেন আবহবিদেরা।
এই ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গী হয়েছে লোডশেডিং। বম্ব সাইক্লোনের ধাক্কায় প্রায় সাড়ে ৩ লক্ষ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান অন্ধকারে ডুবেছে। শীতের দিনে উপকূলীয় এলাকায় এই বম্ব সাইক্লোন তৈরি হয়।
আমেরিকায় স্থানীয়রা একে উইন্টার হ্যারিকেন বলেই ডাকেন। এর নাম বম্ব সাইক্লোন কারণ এটি স্থলভাগের ওপর ফেটে যায়। আর তারপরই শুরু হয় তাণ্ডবলীলা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা