নিজের চোখে চকোলেটের নদী দেখলেন অনেকে, রূপকথা নয়, সত্যিই এমনটা হয়েছে
রূপকথার গল্পে চকোলেটের নদীর কথা অনেকে পড়েছেন। অথবা চকোলেটের বাড়ি। কিন্তু চকোলেটের নদী স্বচক্ষে দেখার সুযোগ যে হবে তা কেউ ভাবতে পারেননি। সেটাই কিন্তু হল।
যা দেখছেন তা কি সত্যিই! নাকি স্বপ্ন! স্থানীয় অনেকে এমনটাই ভেবেছেন। চকোলেটের নদীর কথা রূপকথার গল্পে থাকে। চকোলেটের বাড়ি, চকোলেটের নদী, কিন্তু বাস্তবে তো আর এমন হয়না। হতে পারেনা। কিন্তু সেটাও যে দেখা হয়ে যাবে তা বোধহয় ভাবতেও পারেননি কেউ।
যে চকোলেটের নদী থেকে ঘটি, কাপ, গামলায় করে চকলেট তুলে নেওয়া সম্ভব। সম্ভব বেশ কিছুটা চকোলেট ঢকঢক করে খেয়ে ফেলা। কারণ চকোলেটের নদী হয়ে বয়ে যাচ্ছে চকলেটের স্রোত।
এটাই চর্মচক্ষে দেখছেন তাঁরা। ভুল দেখেননি। সত্যিই এমন এক চকোলেটের নদী বয়ে গেল ক্যালিফোর্নিয়ার হাইওয়ে ধরে। ৩০ থেকে ৪০ হাজার পাউন্ড চকোলেট গলিত অবস্থায় বয়ে গেল ডাবলিন অঞ্চলের গ্রান্ট লাইন রোড ধরে।
কীভাবে পিচ ঢালা একটা রাস্তা মিষ্টি ও কিছুটা চটচটে সুস্বাদু চকোলেটের স্রোতের কবলে চলে গেল? ঘটনা হল একটি ট্রাক ওই বিপুল পরিমাণ চকোলেট নিয়ে ছুটে যাচ্ছিল।
আচমকাই সেই ট্রাকে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখার উত্তাপে ট্রাকে থাকা চকোলেট গলতে শুরু করে। তারপর গলে রাস্তা দিয়ে বইতে থাকে। ওই বিপুল পরিমাণ চকোলেট গলিত অবস্থায় রাস্তার ওপর বইতে থাকায় রাস্তা যায় ঢেকে।
দেখে মনে হয় যেন চকোলেটের নদী বয়ে যাচ্ছে। অনেক চেষ্টায় রাস্তাকে চকোলেট মুক্ত করে ফের যান চলাচল শুরু হয়। তবে তার জন্য দীর্ঘ সময় কেটে যায়।