গৃহপ্রবেশে বাড়িতে আনা হল গরু, এদেশে নয় বিদেশে
গৃহপ্রবেশ সম্বন্ধে সকলেরই ধারনা আছে। সেখানেই হাজির হল এক গরু। অবশ্যই গরুকে পবিত্র রূপেই দেখা হয়। বাড়িতে প্রবেশ করল সেই গরু। হল গৃহপ্রবেশ।

ভারতে গরুকে পবিত্র রূপেই গ্রহণ করা হয়। তবে এখানে যে গৃহপ্রবেশ মানেই গরু নিয়ে আসা হয় তেমনটা নয়। কিন্তু বিদেশে থাকা এক ভারতীয় পরিবার তাদের নতুন বাড়ির গৃহপ্রবেশে একটা গরু হাজির করল। অবশ্যই এটি ছিল গৃহপ্রবেশের রীতির একটি অঙ্গ।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সেই ভিডিওতে দেখা গেছে আমেরিকার সান ফ্রানসিসকো-তে বসবাসকারী এক ভারতীয় পরিবার তাদের নতুন বাড়ির গৃহপ্রবেশে একটি গরু নিয়ে আসে। গরুটিকে সুন্দর করে সাজানো হয়েছিল। তার গায়ে ছিল সিঁদুর রাঙা হাতের ছাপ। ফুলের মালাও পরানো ছিল।
গরুটিকে নিয়ে বাড়িতে প্রবেশের পরই তাকে একটি বড় পাত্রে খাবার খেতে দেওয়া দেওয়া হয়। গরুটি সেই খাবারে মন দেয়। আর সেই সময় বাড়ির মহিলারা গৃহপ্রবেশের রীতি মেনে গরুটিকে পুজো করেন। এটাই ছিল ওই পরিবারের পবিত্র গৃহপ্রবেশ। যা এক পবিত্র গরুর হাত ধরে তারা করে।
রীতি প্রথা পালনের পর গরুটির সঙ্গে গোটা পরিবার ছবিও তোলে। যা দেখে কার্যত আপ্লুত নেটিজেনরা। ভারতীয়দের কাছে পবিত্র এক প্রাণি গরু। তাকে দিয়ে এভাবে গৃহপ্রবেশ যেমন ছিল অভিনব তেমনই সকলের মন জয় করে নিয়েছে ওই পরিবারের এই আপাত অভিনব গৃহপ্রবেশ।
যে গরুটিকে আনা হয়েছিল তার নাম বহুলা। ক্যালিফোর্নিয়ায় এক গোরক্ষা সংগঠনের দায়িত্বে থাকে এই গরুটি। তাকেই নিয়ে যাওয়া হয়েছিল এই গৃহপ্রবেশে।