World

রাস্তা আটকে নাচছে ঘোড়া, থমকে গেল সব গাড়ি, নাচ থামল না

ব্যস্ত রাস্তা আটকে সব গাড়ির চাকা থামিয়ে একটি ঘোড়া যা কাণ্ড করল তা রীতিমত সংবাদের শিরোনামে জায়গা করে নিল।

রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে। পুলিশও চায় রাস্তা যেন এমনই সচল থাকে। কিন্তু তা নানা কারণে থমকেও যায়। যেমন কোনও দুর্ঘটনা ঘটতে পারে। কোনও গাড়ি খারাপ হয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়তে পারে। এছাড়াও অন্য নানা কারণ ঘটতে পারে।

কিন্তু কেউ কি শুনেছেন যে ঘোড়া নাচবে বলে পিচ ঢালা ব্যস্ত সড়ককেই বেছে নিয়েছে। আর দাঁড়িয়ে পড়েছে সব গাড়ি! অনেকেই ছোট বয়সে একটি লাইন শুনেছিলেন। হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে।


সেই বইয়ের চেনা লাইন যে বাস্তবে হতে পারে এমনটা কেউ ভাবতেন না। কারণ হাতি, ঘোড়া গল্পে নাচতে পারে। বাস্তবে কি হতে পারে? হতে যে পারে তা তো এই ঘটনা প্রমাণ করে দিল।

একটি ঘোড়া তার আস্তাবল থেকে কোনওভাবে পালায়। তারপর রাস্তায় উদভ্রান্তের মত ঘুরতে থাকে। এভাবে একটি ব্যস্ত রাজপথের মাঝখানে এসে তার ঘুরে ঘুরে হালকা ছন্দে নাচতে ইচ্ছে হয়। সে সেখানে নাচের ভঙ্গিতে ঘুরতে থাকে।


তাকে কয়েকজন সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পুলিশ আসে। তখনও ঘোড়া আপনমনে নিজের কাজ করে চলেছে। পরে পুলিশেরই এক আধিকারিকের ঘোড়া সম্বন্ধে জ্ঞান থাকায় তিনি ঘোড়াটিকে কোনওমতে বশে এনে তাকে সরিয়ে নিয়ে যান রাস্তা থেকে।

আবার ব্যস্ত রাস্তায় গাড়ি তার নিজের গতি ফিরে পায়। পরে ওই ঘোড়াটিকে তার আস্তাবলে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। খবরটি কিন্তু বহু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button