World

প্যারাডাইস ‘লস্ট’, ঝলসে গেল ৬৫টি প্রাণ

মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়া জুড়ে এখন দাউ দাউ করে জ্বলছে ৩টি দাবানল। ৩ জায়গার ৩ দাবানলে ত্রাহি ত্রাহি রব উঠেছে। সপ্তাহ ঘুরে গেল। কিন্তু আগুন নেভার নাম নিচ্ছে না। বরং নতুন নতুন এলাকা তার গ্রাসে পুড়ে খাক হয়ে যাচ্ছে। শহর থেকে গ্রাম, রেহাই পাচ্ছেনা কিছুই। ইতিমধ্যেই দাবানলের কোপে পড়ে মৃত্যু হয়েছে ৬৫ জনের। ৬৩১ জনের কোনও খোঁজ নেই। তাঁরা মৃত না জীবিত তাই বোঝা যাচ্ছে না। এমনভাবে আগুন ছড়াচ্ছে যে দমকলের পক্ষে তা নিয়ন্ত্রণ কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

দাবানলকে ভয়ংকর থেকে আরও ভয়ংকর করে তুলছে প্রবল শুকনো হাওয়ার দাপট। প্যারাডাইস শহরটা দৃশ্যতই একটি পোড়া ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। গোটা শহরটাই প্রায় আগুনের গ্রাসে চলে গেছে। প্রায় ১০ হাজার দমকলকর্মী রাত দিন এক করে দাবানলগুলির আগুন নেভানোর চেষ্টা করছেন। ইতিমধ্যেই ৩টি দাবানল মিলিয়ে গিলে নিয়েছে হাজার দশেক বাড়ি, ২ লক্ষ ৩০ হাজার একরের ওপর বনভূমি। এছাড়া প্রচুর গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। যেগুলি পোড়া অবস্থায় পড়ে রয়েছে রাস্তার ওপর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button