কুঁচকির কাছে জ্যান্ত সাপ, শিং থাকা টিকটিকি গুঁজে সীমান্ত পারের চেষ্টা
জীবনের ঝুঁকি ছিল। ছিল প্রাণিগুলিরও মৃত্যুর সম্ভাবনা। তার তোয়াক্কা না করেই সীমানা পার করতে সাপ ও শিং ওয়ালা টিকটিকিকে শরীরের বিভিন্ন অংশে আটকে নিয়েছিল এক ব্যক্তি।
চোরাচালানকারীরা মাল পাচারের জন্য অভিনব সব উপায় খোঁজার চেষ্টা করে। এক্ষেত্রেও সেটাই দেখা গেছে। এও এক অভিনব ভাবনা। তবে জীবনের ঝুঁকি পুরোপুরি ছিল।
শরীরের বিভিন্ন অংশে জ্যান্ত সরীসৃপ নিয়ে মাইলের পর মাইল সফর করা তো মুখের কথা নয়। ৩০ বছরের ওই যুবক সেটাই করেছিল। সঙ্গে ছিল বিরল প্রজাতির ৯টি সাপ আর শিং ওয়ালা ৪৩টি টিকটিকি। দেখতেও অন্যরকম।
এরা বিরল প্রজাতির প্রাণির তালিকাভুক্ত। এগুলি বিভিন্ন প্যাকেটে রাখা ছিল। আর সেইসব প্যাকেট জ্যাকেটের মধ্যে, প্যান্টের পকেটে, কুঁচকির কাছে নানাভাবে আটকানো ছিল। যাতে তা খুলে না পড়ে যায়। এটাও নজর রাখা হয়েছিল যাতে ক্যালিফোর্নিয়ায় আমেরিকা ও মেক্সিকো সীমান্তের কাছে ওই যুবকের গাড়িটি হাজির হয়।
গাড়ি থেকে সে জানায় সীমান্ত পার হওয়ার কথা। মার্কিন সীমান্তে প্রহরারতরা ওই যুবকের কথা বিশ্বাস করতে পারেননি। তাঁরা ওই যুবককে গাড়ি থেকে নেমে আসতে নির্দেশ দেন। তাকে জানানো হয় আরও পরীক্ষা করে তাকে দেখা হবে।
গাড়ি থেকে নামার পর ওই যুবকের জ্যাকেট, প্যান্টে হাত দিতেই আধিকারিকরা বুঝতে পারেন সেখানে অন্য কিছু রয়েছে। তারপর একে একে বেরিয়ে আসে প্যাকেট।
যার কোনওটিতে ছিল সাপ, কোনওটিতে টিকটিকি। সবকটি প্রাণিই জীবিত অবস্থায় উদ্ধার হয়। বিরল প্রজাতির প্রাণি চোরাচালান করার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।