World

আয়েস করে কোচে হেলান দিয়ে কুশন নিতেই চক্ষু ছানাবড়া

কোচে আয়েস করে বসতে কার না ভাল লাগে। তিনিও আয়েস করে বসেছিলেন কোচে। তারপর তুলে নিয়েছিলেন কুশন। ব্যস, সব আয়েস ওখানেই শেষ!

ক্লান্ত শরীরটাকে কোচে এলিয়ে দিতে কে না চান! সঙ্গে কোচে যদি সারি দিয়ে কুশন রাখা থাকে তো একটা কুশন কোলের ওপর তুলে নিলে আয়েসটা আরও জমে যায়।

তিনিও ঠিক এটাই করেছিলেন। কোচে বসে একটা কুশন তুলে নিয়েছিলেন জমিয়ে বসতে। কিন্তু কুশন সরাতেই যা নজরে পড়ল তাতে তাঁর অন্তরাত্মাও শুকিয়ে যাওয়ার জোগাড়!


এ কি ছিল কুশনের তলায়! এটা দেখার পর সব আয়েস নিমেষে শেষ! এক লাফ দিয়ে যতটা সম্ভব দূরে সরে যান তিনি। তারপর সময় নষ্ট না করে ফোন করেন বন দফতরে।

বন দফতরের কর্মীরা হাজির হন ওই বাড়িতে। দেখা যায় কুশনের তলায় কুণ্ডলী পাকিয়ে আরও আয়েস করে শুয়ে আছে একটি সাপ।


যে সে সাপ নয়! ৭ ফুট লম্বা এক অতিকায় সাপ! এ সাপের নাম ভিয়েতনামিজ ব্লু বিউটি ব়্যাট স্নেক। তার যে ওখান থেকে সরার বিশেষ ইচ্ছা ছিল তা নয়। কারও কোনও ক্ষতিও সে করতে চায়নি।

নরম কোচে কুশনের তলার আলতো গরমে সে চাইছিল একটু আয়েস করে শুয়ে থাকতে। কিন্তু বন কর্মীরা তাকে কোচ থেকে উদ্ধার করে নিয়ে যায় সেখান থেকে।

যে বিষয়টা সকলকে অবাক করছে তা হল ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দার বাড়িতে। ক্যালিফোর্নিয়ায় কিন্তু এই সাপ বড় একটা দেখা যায়না। তাহলে তা ওই কুশনের তলায় পৌঁছল কীভাবে? এটাই এখন বড় প্রশ্ন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button