World

অদ্ভুত চিকিৎসায় সুস্থ হল মোরগের খোঁড়া পা

তাঁর খুব মোরগ লড়াইয়ের শখ। একদিন ওই মহিলার ২ পোষ্য মোরগের জোর লড়াই চলছিল। এমন সময়ে যুযুধান ২ মোরগের একটির পা ভয়ানক ভাবে জখম হয়।

মুরগি প্রাণিটির সঙ্গে বাঙালির সম্পর্ক চিরকালীন। অনেক বাঙালি পাতে গরম ভাত বা রুটির সঙ্গে মুরগির মাংস পেলে আর কিছু চান না। কিন্তু সুদূর মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায় মুরগি নিয়েই এমন এক ঘটনা ঘটেছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবেই।

ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দার খুব মোরগ লড়াইয়ের শখ। একদিন ডার্কি স্মিথ নামে ওই মহিলার ২ পোষ্য মোরগের জোর লড়াই চলছিল। লড়াই উপভোগ করছিলেন ডার্কি। এমন সময়ে যুযুধান ২ মোরগের একটির পা ভয়ানক ভাবে জখম হয়।


লড়াই করতে গিয়ে চোট লাগে তার ঠোঁট এবং মাথাতেও। এক পোষ্যর এহেন অবস্থা দেখে ডার্কি বুঝেই উঠতে পারছিলেন না কী করে তাকে সুস্থ করে তোলা যায়।

মোরগকে সুস্থ করতে খোঁজখবর নেওয়া শুরু করেন তিনি। সেই সময় ডার্কি এক অস্ট্রেলিয়ান সংস্থার খোঁজ পান। যারা তাঁকে তার মোরগের পা সারানোর জন্য একটি বিশেষ ধরণের হুইলচেয়ার পাঠায়।


নিশ্চিত না হলেও, তখন ডার্কি সবরকম চেষ্টা করেই দেখতে চাইছিলেন যদি কোনওভাবে তার সাধের মোরগের পা ঠিক করা যায়। তাকে সুস্থ একটা জীবন ফেরত দেওয়া যায়। আর সেই হুইলচেয়ারই নাকি বদলে দেয় হাঁটতে না পারা মোরগটির জীবন।

সে ধীরে ধীরে ফিরে পায় তার পায়ের শক্তি। এখন মোরগটি কোনওরকম সাহায্য ছাড়াই স্বাভাবিকভাবে হাঁটতে পারছে। মোরগের এই সুস্থতায় বেজায় খুশি ডার্কি স্মিথ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button