রাস্তায় ছড়িয়ে পড়ল হাজার দশেক মদের বোতল, পথচলতি কেউ তাকিয়েও দেখল না
রাস্তার ওপর পড়ে গড়াগড়ি খাচ্ছে অগুন্তি মদের বোতল। কিন্তু কারও তা কুড়নোয় কোনও উৎসাহ নজরে পড়ল না। যেমন রাস্তায় ছড়িয়ে পড়ে থাকার, পড়ে রইল।
বিশাল ট্রাকটা যাচ্ছিল হাইওয়ে ধরে। আচমকাই তা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তায়। আর ট্রাকে থাকা বিপুল সংখ্যক মদের বোতল রাস্তায় গড়িয়ে পড়ে।
ট্রাকের দরজার মত অংশ খুলে যেতেই ঘটে এই ঘটনা। রাস্তায় তখন চারিদিকে মদের বোতল গড়াগড়ি খাচ্ছে। এমন এক দৃশ্য দেখেও কিন্তু পথচলতি কেউ কোনও উৎসাহ দেখালেন না। বোতল কুড়নোর দিকেও কারও উৎসাহ দেখা গেলনা।
প্রায় ১০ হাজার বোতল রাস্তাতেই গড়াতে থাকল। পরে অবশ্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে রাস্তা থেকে মদের সব বোতল কুড়িয়ে রাস্তা সাফ করা হয়। যাতে গাড়ি চলাচলে কোনও সমস্যা না হয়।
ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। সেখানেই একটি ট্রাকে যাচ্ছিল হাজার দশেক ওয়াইনের বোতল। যা ট্রাক দুর্ঘটনায় রাস্তায় ছড়িয়ে পড়ে।
তবে সেগুলি ভরা অবস্থায় ছিলনা। ছিল ফাঁকা। ফাঁকা ওয়াইনের বোতল নিয়ে যাচ্ছিল ট্রাকটি। তখনই ঘটে দুর্ঘটনা। সেই বিপুল সংখ্যক বোতল সাফ করার পাশাপাশি একটি গার্ডরেলও ক্ষতিগ্রস্ত হয়। সেটিও সারানো হয়।
সব মিলিয়ে রাস্তা স্তব্ধ হলেও মানুষজনের হুড়োহুড়ি পড়েনি। তবে বোতলগুলি ভরা অবস্থায় এভাবে ছড়িয়ে পড়লে কি হত তা পরিস্কার নয়।
সেক্ষেত্রে স্থানীয় মানুষের বা পথচলতি মানুষদের সামাল দিতেও হয়তো সমস্যা হত। বেশ কিছুটা সময় রাস্তা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়। কেন ট্রাকটি উল্টে গেল তার কারণ অজানা।