মাটির তলা থেকে বেরিয়ে এল তামার বাক্স, বাক্স খুলতেই চমৎকারের বন্যা
মাটির তলায় তা বন্দি হয়েছিল ৯০ বছর ধরে। অবশেষে তা বেরিয়ে এল জমির তলা থেকে। যা খোলার পর ভিতরে ভরা ছিল নানা চমৎকার।
মাটির তলায় যে এ বস্তুটি রয়েছে তা কারও জানা ছিলনা। তবে তা তোলার পর সকলেই চমকিত। একটি বাক্স মাটির তলায় রাখা ছিল বেশ সযত্নেই। মাটির তলায় রাখাটা যে ইচ্ছে করেই করা হয়েছিল তাও স্পষ্ট।
একটি চৌকো তামার বাক্স সেখান থেকে তুলে আনা হয়। তারপর শহরের কিছু মানুষকে ডেকে, তাঁদের সাক্ষী রেখে তাঁদের সামনেই খোলা হয় ওই বাক্স।
বাক্স খুলতেই সকলে অবাক হয়ে দেখেন যে এক এক করে যা বেরিয়ে আসছে তা তাঁদের কাছে খুব বড় পাওনা। বেরিয়ে আসছে সময়।
ঘটনাটি সান ফ্রানসিসকো শহরের। সেখানে সবচেয়ে উঁচু পাহাড়ের চুড়োয় রয়েছে একটি ১০৩ ফুটের ক্রস। সেই পবিত্র ক্রসের পাদদেশেই এই বাক্স কংক্রিটের তলায় ছিল।
কংক্রিটের তলা থেকে তা বার করে আনা হয়। বাক্সটি ৯০ বছর আগে এভাবে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল। ১৯৩৩ সালে যে তা পোঁতা হয়েছিল তার উল্লেখ মিলেছে।
বাক্সের মধ্যে কি রয়েছে তার একটি তালিকাও ছিল। বাক্স থেকে বেরিয়ে আসতে থাকে ১৯৩৩ সালের শহরের একটি ডিরেক্টরি, পাওয়া যায় সে সময়ের সংবাদপত্র, জেরুজালেম থেকে আনা একটি প্রস্তরখণ্ড, একটি অলিভের শাখা এবং এমন ৩০টি জিনিস। যা সান ফ্রানসিসকো শহরের হিস্টোরিক্যাল সোসাইটি-র তরফে সযত্নে রাখা হয়।
প্রসঙ্গত এমন একটি টাইম ক্যাপসুল পেয়ে উচ্ছ্বসিত শহর প্রশাসন। এদিকে শহরের হিস্টোরিক্যাল সোসাইটি স্থির করেছে বর্তমান সময়ের নিদর্শন সহ একটি বাক্সকে টাইম ক্যাপসুল বানিয়ে যেখান থেকে এই বাক্সটি উদ্ধার হয় সেখানেই তারা পুঁতে দেবে।