আশ্চর্য ঘটনা, টয়লেটে ফ্লাশ হওয়া বিয়ের আংটি ১ বছর পর ফিরে পেলেন মহিলা
তাঁর ৫ বছরের একটি সৎ ছেলে রয়েছে। ছোট্ট ছেলেটি না বুঝেই কমোডে ফ্লাশ করে দিয়েছিল মায়ের আংটি। ফেরত পাওয়ার আশা ছিলনা। অত্যাশ্চর্যভাবে সেটি ফেরত পেলেন ওই মহিলা।
বিয়ের আংটি সবসময়ই হৃদয়ের খুব কাছের হয়। অমূল্য হয়। সেটা শুধুই একটা আংটি হয়না, সারাজীবনের এক ভালবাসা, এক সুখ স্মৃতি হয়ে থেকে যায়।
মহিলাদের কাছে যার মূল্য আরও বেশি। তাঁর সেই বিয়ের আংটি তাঁর ৫ বছরের সৎ ছেলে কমোডে ফ্লাশ করে ফেলেছিল ভুল করে। বাথরুমে ফেলে আসা আংটিটি হাতে নিয়ে দেখতে গিয়ে সম্ভবত ওই বালকের হাত থেকে সেটি কমোডে পড়ে যায়।
বাবা মা বকতে পারেন সেই ভয়ে সে কাউকে কিছু না জানিয়ে সেটি ফ্লাশ করে দেয়। এমনই মনে করছেন পরিবারের লোকজন। আংটি হারানোর কষ্ট ক্রমে ভুলতেও শুরু করেছিলেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের বাসিন্দা ইয়ানা।
এই ঘটনার পর কেটে গিয়েছিল ১ বছরেরও বেশি সময়। সেদিন পুরসভার সাফাইকর্মীরা নর্দমা সাফাইয়ের কাজ করছিলেন। তাঁরা সেই আংটিটি দেখতে পান পাঁক কাদার মধ্যে। সেটিকে উদ্ধার করেন তাঁরা।
তারপর সেটিকে ভাল করে ধুয়ে মুছে ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ওই আংটি যে তিনি আদৌ কোনওদিন ফেরত পাবেন তা কল্পনাও করতে পারেননি ওই মহিলা।
এভাবে আংটি খুঁজে দেওয়ার জন্য পুরসভার কর্মীদের ধন্যবাদ জানিয়েছে ওই পরিবার। যা কোনওদিন পাওয়ার আশা ছিলনা সেই আংটি যে ফের ফেরত এল তা দেখে আনন্দে আত্মহারা হয়ে যান ইয়ানা নামে ওই মহিলা।