Entertainment

৫ মাস আগে যেখানে হারিয়ে গিয়েছিলেন বিখ্যাত অভিনেতা, সেখানে মিলল অনেক হাড়

৫ মাস আগে একদিন হাঁটতে বেরিয়ে হারিয়ে যান এক বিখ্যাত অভিনেতা। তারপর তাঁকে অনেক খোঁজার চেষ্টা হয়েছে। ৫ মাস পর সেইখানেই পাওয়া গেল মানুষের হাড়গোড়।

সুন্দর পাহাড়ি এলাকা। চারিদিক যতটাই সুন্দর, ততটাই দুর্গম। সেখানেই গত ১৩ জানুয়ারি হাঁটতে বেড়িয়ে আর বাড়ি ফেরেননি হলিউডের বিখ্যাত অভিনেতা। এমন এক খ্যাতনামা অভিনেতা হারিয়ে যাওয়ায় তাঁকে খুঁজতে সবরকম চেষ্টা শুরু হয়।

যেহেতু আশপাশের এলাকা বড়ই দুর্গম, পাহাড়ি, তাই আকাশপথেও খোঁজ শুরু হয়। উদ্ধারকারীরাও জঙ্গলের মধ্যে ঢুকে, পাহাড়ের ঢালে সর্বত্র খোঁজ করছিলেন।


কিন্তু আবহাওয়া ক্রমশ খারাপ হতে থাকায় এবং প্রবল তুষারপাতে খোঁজ বন্ধ করতে হয়। এরপর যখনই আবহাওয়া একটু ভাল হয়েছে তখনই তাঁর খোঁজ হয়েছে। কিন্তু তাঁর দেখা মেলেনি।

অবশেষে ক্যালিফোর্নিয়ার মাউন্ট বাল্ডি এলাকায় একদল মানুষ একটি দুর্গম স্থানে কিছু মানুষের হাড়গোড় এবং দেহাংশ পড়ে আছে বলে খবর দেন। কাকতালীয়ভাবে হলিউড তারকা জুলিয়ান স্যান্ডস এই জায়গারই কাছ থেকে নিরুদ্দেশ হয়েছিলেন ৫ মাস আগে।


Julian Sands
জুলিয়ান স্যান্ডস, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

দুয়ে দুয়ে চার করার একটা চেষ্টা খুব স্বাভাবিকভাবেই হয়েছে। ওই অঞ্চলে ট্রেকিং করার সময় যাঁরা মানুষের হাড়গোড় ও দেহাংশের খোঁজ পেয়েছিলেন তাঁরা সেকথা দ্রুত স্থানীয় প্রশাসনকে জানান।

প্রশাসনের তরফে তারপরই সেই হাড় ও দেহাংশ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে ওই হাড় যে জুলিয়ানেরই তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছেনা। পরীক্ষার কাজ শেষ হলেই তা বলা সম্ভব বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত জুলিয়ান জন্মসূত্রে ব্রিটিশ হলেও তিনি ১৯৮০ সালে অভিনেতা হতে হলিউডে চলে আসেন। স্বপ্ন পূরণও হয়। রুম উইথ আ ভিউ, লিভিং লাস ভেগাস, ওয়ারলক সহ অনেক সিনেমায় জুলিয়ান তাঁর অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button