জলপ্রপাত থেকে নেমে আসছে রামধনু রঙের জল
জলপ্রপাত তো অনেকেই দেখেছেন। কিন্তু তা যে রামধনু রঙয়ের হয় তা কারও জানা ছিলনা। জলপ্রপাতের রংহীন জলকেই নেমে আসতে দেখেন সকলে।
জলপ্রপাত থেকে জল নেমে আসে নিচে। আছড়ে পড়ে কোনও পাথরের ওপর বা জলেই। সেই জলপ্রপাত দেখতে অনেকেই হাজির হন। পাহাড়ের ওপর থেকে নেমে আসা জল নিচে আছড়ে পড়ার সেই দৃশ্য তাঁদের মুগ্ধ করে। তবে বিশ্বজুড়ে যত জলপ্রপাত রয়েছে তার জল তো জলরঙেরই হয়। অর্থাৎ যার কোনও রং হয়না।
জলপ্রপাতের জলের রং তো আর রঙিন হয়না! কিন্তু একটি জলপ্রপাত থেকে রঙিন জলই নেমে আসছে নিচে। রং জল খেলা করছে উপর থেকে নিচে পড়ার সময়। ভিডিওটি পুরনো হলেও সম্প্রতি তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তারপরই তা শেয়ার ও লাইক হতে থাকে।
ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক-এর একটি জলপ্রপাতের। যা দেখে কার্যত চোখ থমকে গেছে সকলের। অপলক ভাবে তাঁরা চেয়ে থেকেছেন ছবির দিকে। বারবার ছবিটি দেখেছেন।
সেখানে দেখা গেছে জলপ্রপাতের যে জল পাহাড় থেকে নিচে নেমে আসছে তাতে রামধনু রং খেলা করছে। কত যে রং রয়েছে জলে তা বলে বোঝানোর নয়।
আসলে কিন্তু জলের রং রঙিন হয়ে যায়নি। আসলে প্রায় দেড় হাজার ফুট ওপর থেকে পড়ার সময় অসংখ্য জলকণা সৃষ্টি হচ্ছিল ওই জলপ্রপাতের জলের ধারে।
সেই জলকণার ওপর সূর্যের আলো পড়ে সৃষ্টি হচ্ছিল অনেক বাহারি রং। এক সুন্দর রামধনু। যা দেখে সকলের মনে হবে জলপ্রপাতের নেমে আসা জলেই মিশে গেছে এত রং।