World

জলে আগুন, জলপ্রপাত নিমেষে বদলে গেল অগ্নিপ্রপাতে

জলে আগুন লাগতে দেখেছেন কখনও? কিন্তু এক জলপ্রপাত আচমকা অগ্নিপ্রপাতে রূপান্তরিত হওয়ায় চোখ ফেরাতে পারলেননা উপস্থিত সকলে। আশ্চর্য চোখে তুলে ফেললেন ছবি।

এ জলপ্রপাত দেখতে নানা প্রান্ত থেকে মানুষ হাজির হন। হর্সটেল বা ঘোড়ার লেজ নামে এই জলপ্রপাত সার্থকনামা। সত্যিই পাহাড়ের অনেক উঁচু থেকে নিচে ঝরে পড়া এই জলপ্রপাতটি যখন নিচে পড়ে তখন তাকে ঘোড়ার লেজের মতই দেখতে লাগে। জলপ্রপাত দেখতে পর্যটকদের ভালই লাগে।

তবে সেই জলপ্রপাত যদি অগ্নিপ্রপাতের রূপ নেয় তাহলে তা আরও ভাল লাগে। কারণ জলপ্রপাত নানা প্রান্তে দেখা যায়। কিন্তু অগ্নিপ্রপাত কোথায় দেখা যায়!


ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের হর্সটেল জলপ্রপাতে ফেব্রুয়ারি মাসে এই দৃশ্য দেখতে পাওয়া যায়। ফেব্রুয়ারি মাসের একাধিক দিন এই জলপ্রপাত অগ্নিপ্রপাতের রূপ নিলেও তা দেখার সৌভাগ্য সচরাচর হয়না।

কারণ অধিকাংশ সময়ই এই জলপ্রপাতের উপরের আকাশ মেঘে ঢাকা থাকে। মনে হতেই পারে মেঘে ঢাকা থাকার সঙ্গে জলপ্রপাতের জল আগুন হয়ে যাওয়ার সম্পর্ক কি? সম্পর্ক আছে।


আসলে ফেব্রুয়ারি মাসে যখন এখানে সূর্য অস্ত যায়, তখন সেই অস্তমিত সূর্যের শেষ ৩০ মিনিটের মত কিরণ এসে পড়ে জলপ্রপাতের জলের ওপর।

বিকেলের সেই শেষ সূর্যকিরণ এমনভাবে এসে জলের ওপর পড়ে, মনে হয় জল নয়, আগুনের লেলিহান শিখা ঝরে পড়ছে পাহাড় থেকে। জলপ্রপাত নয় অগ্নিপ্রপাত দেখা যাচ্ছে।

তবে এই দৃশ্য অত্যন্ত বিরল। হালে সেই দৃশ্য দেখা যেতেই তা ক্যামেরাবন্দি করেন জে হুয়াং নামে এক ব্যক্তি। তারপর তা তিনি ইন্টারনেটে আপলোড করেন। এখানে সূর্যের আলোর জন্য ঘটে এই অতি বিরল ঘটনা। জল জলই থাকে, কেবল দেখতে হয়ে যায় আগুনের মত।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button