হাতের বাক্স দেখে হুলস্থূল, সতর্কবার্তা গেল সকলের কাছে
এমন কিছু দয়া করে নিয়ে হাজির হবেন না। একটি বাক্স নিয়ে এক ব্যক্তি হাজির হওয়ার পর সকলকে অনুরোধ করল প্রশাসন।
পুলিশের সদর দফতর। সেখানে যে খোলা অংশ রয়েছে সেখানেই এক ব্যক্তি একটি বাক্স নিয়ে হাজির হয়েছিলেন। তাঁর দাবি ছিল তিনি সেটি তাঁর গ্যারাজ থেকে পেয়েছেন। গ্যারাজের এক কোণায় তা পড়েছিল। তিনি সেটি খুলে দেখেন।
দেখার পর তিনি সেই বাক্স সমেত হাজির হন পুলিশের কাছে। পুলিশ সেই বাক্স খুলে দেখে তারমধ্যে ৩টি গ্রেনেড রয়েছে।
ওই ব্যক্তি পুলিশকে জানান, তিনি মনে করেছিলেন গ্রেনেডগুলি নিষ্ক্রিয়। কিন্তু পুলিশকে জানানো উচিত বলে তিনি তা নিয়ে পুলিশের সদর দফতরে হাজির হয়েছেন।
পুলিশ দ্রুত বম্ব স্কোয়াডকে খবর দেয়। বম্ব স্কোয়াডের সদস্যরা এসে গ্রেনেডগুলি পরীক্ষা করার পর জানান সেগুলি অত্যন্ত সক্রিয়। ফাটতেই পারে। বম্ব স্কোয়াডের সদস্যরা সেগুলি নষ্ট করে দেন।
ওই ব্যক্তির গ্যারাজে ৩টি তাজা গ্রেনেড এল কোথা থেকে তা এখনও পরিস্কার নয়। ওই ব্যক্তিও পুলিশকে এ বিষয়ে কিছু জানাতে পারেননি।
যদিও তাঁরই গ্যারাজে ৩টি তাজা গ্রেনেড কেউ রেখে দিয়ে গেল অথচ তিনিই জানেন না এটা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়।
ক্যালিফোর্নিয়ার পুলিশ বিষয়টি নিয়ে তদন্তের পাশাপাশি সকলকে একটি অনুরোধ করেছে। বিস্ফোরক জাতীয় কিছু কেউ কোথাও দেখলে তিনি যেন তাতে হাত না দেন সেই অনুরোধ করেছে তারা। এভাবে সেসব নিয়ে পুলিশের কাছে হাজির হতে মানা করা হয়েছে।