জন্ম নিল পৃথিবী থেকে হারিয়ে যেতে বসা প্রাণি
সারাদিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন বহু মানবশিশুর জন্ম হচ্ছে, তেমনই হচ্ছে নানা প্রাণিরও। তার মধ্যেও এ শিশুর জন্ম সকলকে আনন্দ দিল। আশা জাগাল।
পৃথিবীর বুকে মানবশিশুর জন্ম থেমে নেই। থেমে নেই অন্য প্রাণিদের শিশুর জন্মও। অতি ক্ষুদ্র থেকে অতিকায় সব ধরনের প্রাণিই তার পরবর্তী প্রজন্মের জন্ম দিয়ে চলেছে। পরম্পরা ধরে রাখছে। তাদের অস্তিত্ব ধরে রাখছে।
কিন্তু এর মধ্যেও এমন কয়েকটি প্রাণি রয়েছে যারা অস্তিত্বের সংকটে ভুগছে। তাদের জন্য আলাদা তালিকা তৈরি হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই তালিকায় যে কটি অতি বিরল প্রাণির নাম রয়েছে তার মধ্যে একটি প্রাণির এক সন্তানের জন্ম তাই সকলকে খুশি করেছে। মা ও সদ্যোজাত শাবকের ছবি বিশ্বজুড়ে খবরে পরিণত হয়েছে। তারা কি করছে তার ছবি তুলে ধরেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সান দিয়েগো চিড়িয়াখানা ঘোষণা করেছে তাদের চিড়িয়াখানায় একটি বেয়ার্ডস টাপির-এর জন্ম হয়েছে। তার জন্মের পর সে দিব্যি আছে। খাওয়াদাওয়া করছে। মা লুনা তাকে নজরের বাইরে যেতে দিচ্ছেনা।
এদিকে জন্মের পর তার কৌতূহলের শেষ নেই। সব কিছু চেখে, শুঁকে দেখছে গায়ে ডোরাকাটা ছোট্টটি। এলিফ্যান্ট ওডিসি নামে চিড়িয়াখানার একটি অংশে টাপিরটির জন্ম হয়েছে। গত ৩ জুন জন্ম হওয়ার পর তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হয়। অবশেষে আমজনতার দেখার জন্য তাকে সামনে আনা হয়েছে।
বেয়ার্ডস টাপির এমন প্রাণি যা কার্যত পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। মেক্সিকো ও মধ্য আমেরিকায় এই ধরনের টাপির দেখা যায়।
যথেচ্ছ শিকার হয়েছে এই প্রাণিদের। এছাড়াও ক্রমশ খামার বেড়ে চলা এদের সংখ্যাকে তলানিতে এনে ফেলেছে। তাই এখন এর একটি শিশুর জন্মেই আনন্দে আটখানা চিড়িয়াখানা কর্তৃপক্ষ।