World

ব্যবহার করা টয়লেট পেপার ছড়িয়ে আছে পাথরের উপর, জাতীয় উদ্যানে চাঞ্চল্য

টয়লেট পেপার সম্বন্ধে কমবেশি ধারনা অনেকেরই রয়েছে। যদিও এ দেশের সাধারণ মানুষ টয়লেট পেপার তেমন ব্যবহার করেননা। কিন্তু বিদেশে এর চল যথেষ্ট।

বিদেশে টয়লেট পেপার প্রায় প্রতিটি বাড়িতেই মাসের জন্য কেনা জিনিসপত্রের সঙ্গেই কিনে আনা হয়। টয়লেট পেপারের রোল প্রতিটি বাড়ির আবশ্যিক এক উপাদান। প্রাতঃকৃত্যের পর টয়লেট পেপারই ভরসা। জল নয়।

সেই টয়লেট পেপার এবার পাওয়া গেল চোখ জুড়িয়ে দেওয়া প্রকৃতির মাঝে। পাথরের ওপর অনেক ব্যবহার করা টয়লেট পেপার ছড়িয়ে ছিল মচকানো অবস্থায়। ব্যবহার করার পর যেমন মুচকে ফেলে দেওয়া হয় তেমন ভাবে।


দেশের একটি জাতীয় উদ্যান বলে কথা। সেখানেই এমন কাণ্ড দেখে রীতিমত চটেছেন ওই পার্কের প্রশাসনিক আধিকারিকরা। পাথরের ওপর শুধু ব্যবহার করা টয়লেট পেপারই নয়, একটি আস্ত টয়লেট পেপারের রোলও পাওয়া গিয়েছে।

আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই জাতীয় উদ্যানে এমন কাণ্ড করা থেকে পর্যটকদের দূরে থাকার কথা জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। টয়লেট পেপার কেউ আনতে পারেন, তবে তা নিজের সঙ্গেই ফেরত নিয়ে যেতে হবে। প্রকৃতির বুকে ফেলে গেলে চলবে না। এটা স্পষ্ট করে দিয়েছে তারা।


উদ্যান কর্তৃপক্ষ এটাও জানিয়েছে যে এভাবে টয়লেট পেপার ফেলে গেলে তা জঙ্গলের প্রাণিরা নানা ভাবে ব্যবহার করতে পারে। এমনকি বাসা বাঁধার কাজেও তা ব্যবহার হতে পারে।

কেউ যেন টয়লেট পেপার মাটি খুঁড়ে ঢুকিয়েও না দিয়ে যান, সে বিষয়েও সতর্ক করেছে কর্তৃপক্ষ। কারণ তারা সাফ জানিয়েছে, এভাবে টয়লেট পেপার মাটিতে পুঁতে গেলে তা কিন্তু পোঁতা থাকবেনা।

কোনও না কোনও প্রাণি ওটা খুঁড়ে বার করবেই। তারপর সেটা নিয়ে অনেক কিছুই করতে পারে। তাই প্রকৃতি ও প্রাণিদের স্বার্থে এভাবে টয়লেট পেপার ব্যবহার করে ফেলে যেতে নিষেধ করেছে ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button