দোতলা থেকে নামছেন না বাড়ির বাসিন্দারা, অ্যাপ দিয়ে খুললেন সদর দরজা
তাঁরা নিজেদেরকে বাড়ির দোতলাতেই আটকে রেখেছেন। নিজেরাই নিজেদের বন্দি করেছেন। তাই তাঁদের বাঁচাতে যিনি এলেন তাঁকে দরজা খুলে দেওয়া হল অ্যাপ দিয়ে।
নিজেরাই নিজেদের বাড়ির দোতলায় বন্দি। না কেউ তাঁদের ধরে পাকড়ে বন্দি করেনি। তাঁরা নিজেরাই নিজেদের বন্দি করেছেন। আর এমন বন্দি করেছেন যাতে তাঁদের দোতলা ছাড়তে না হয়।
এমন অবস্থা যে বাড়িতে কেউ এলে এক তলায় নেমে দরজা খোলার কেউ নেই। এমন হতে পারে তা তাঁদের জানা ছিল কিনা জানা নেই, তবে তাঁরা একটি অ্যাপ ব্যবহার করেন প্রয়োজনে যাতে বাড়ির যে কোনও জায়গায় বসেই বাড়ির সদর দরজা খুলে দেওয়া যায়।
তাই যিনি তঁদের রক্ষা করতে এলেন তিনি বাড়িতে ঢুকতে পারলেন। অ্যাপটি না থাকলে বাড়ির কেউ কিন্তু একতলায় নেমে দরজা খুলতেন না। তাই তাঁদের রক্ষা করতে অন্য কোনওভাবে বাড়িতে প্রবেশ করতে হত রক্ষাকারীকে।
ওই বাড়ির একতলায় আপন মনেই ঘুরছিল একটি সাপ। একটি ব়্যাটল স্নেক। অতি বিষধর সাপ হিসাবেই তার পরিচিতি। একটা ছোবল খেলে আর রক্ষে নেই। জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে।
কীভাবে সে ওই গৃহস্থের বাড়িতে প্রবেশ করেছিল তা অজানা। তবে তাকে দেখতে পেয়েই বাড়ির সকলে সটান দোতলায় উঠে যান। তারপর সাপটি যাতে দোতলায় তাঁদের কাছে পৌঁছতে না পারে সেজন্য নিজেদের বন্দি করে ফেলেন।
তারপর খবর দেন প্রাণিরক্ষা সংস্থায়। যারা একজন সর্প বিশেষজ্ঞকে পাঠায় ওই বাড়িতে। তাঁকে অ্যাপের সাহায্যে বাড়ির সদর দরজা খুলে দেন বাড়ির বন্দি বাসিন্দারা।
তিনি ঢুকে সিঁড়িতে সাপটির দেখা পান। তারপর তাকে একটি বাক্সে বন্দি করে ফেলেন। সাপ বন্দি হয়েছে খবর পেতেই বাড়ির বাসিন্দারা বন্দি অবস্থা থেকে মুক্তি পান। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়।