ভাল্লুকদের খাবার চুরি বাড়ছে, খাচ্ছে না নিয়ে পালাচ্ছে, তারও কারণ রয়েছে
ভাল্লুকরা খাবার চুরি করছে ঠিকই কিন্তু তা খাচ্ছে না। বরং তা নিয়ে পালাচ্ছে। কেন না খেয়ে খাবার নিয়ে পালানোর প্রবণতা বাড়ছে তার পিছনে রয়েছে অন্য কারণ।
এমন মনে করার কোনও কারণ নেই যে তারা তাদের ছানাদের খাওয়ানোর জন্য খাবার নিয়ে পালাচ্ছে। কিন্তু বাড়িতে, গাড়িতে হানা দেওয়া বেড়েই চলেছে। ভাল্লুকরা যেখানেই খাবার রয়েছে জানতে পারছে সেখানেই হানা দিচ্ছে।
সেটা খোলা আকাশের নিচে কোনও পিকনিক হতে পারে, গাড়িতে রাখা খাবারের প্যাকেট হতে পারে বা রান্নাঘরে রাখা খাবার বা ফ্রিজে রাখা খাবার হতে পারে। কিছুই ছাড়ছে না। আর দিন যত যাচ্ছে ততই তাদের চুরি করা বেড়ে চলেছে। যেখানে সেখানে ঢুকে পড়ছে।
কারও তোয়াক্কা না করে খাবার নিয়ে চলে যাচ্ছে। যেমন ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে ঢুকে একটি ভাল্লুক তো ফ্রিজও খুলে ফেলল। তারপর সেখান থেকে জেলি পেয়ে সেটাই নিয়ে চলে গেল সম্প্রতি। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
এভাবে ভাল্লুকদের বেপরোয়াভাবে খাবার সংগ্রহ বাড়ছে কেন? খাবার নিচ্ছে ঠিকই কিন্তু খাচ্ছে না! বরং নিয়ে চলে যাচ্ছে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, আমেরিকায় এবার ঠান্ডা পড়বে। অক্টোবর থেকেই ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে। তখন আর ভাল্লুকরা তাদের আস্তানা থেকে বার হবেনা।
ঠান্ডায় বার হওয়ার চেষ্টাও করবেনা। সেই সময়ের জন্য খাবার মজুত করা তাই শুরু করে দিয়েছে তারা। যতটা পারছে খাবার সংগ্রহ করে জমা করছে। যাতে শীতে খাবারের কষ্টে না পড়তে হয় তাদের।
আর তাদের এই খাবার সংগ্রহের ধাক্কায় অতিষ্ঠ হয়ে উঠেছেন আমেরিকার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ। যেখানে সেখানে হানা দিচ্ছে ভাল্লুকরা। খাবার দেখলেই তা কীভাবে হাতিয়ে নেবে তার চেষ্টা করছে এই কালো লোমশ চেহারার প্রাণিরা।