অসম্ভবকে সম্ভব করল বেড়াল, ২ মাসে পার করল অস্বাভাবিক দূরত্ব
বাড়ির পোষা বেড়ালটি বেড়াতে গিয়ে হারিয়ে যায়। তাকে ফিরে পাওয়ার আশা ছেড়েছিলেন বাড়ির লোকজন। তার খোঁজ মিলল। কিন্তু অতদূর পৌঁছল কীভাবে সেটাই সকলের জিজ্ঞাসা।
বাড়ির একজন সদস্যই হয়ে উঠেছিল সে। তাই ওই দম্পতি যখনই কোথাও বেড়াতে যেতেন সঙ্গে করে তাঁদের পোষা বেড়ালটিকে নিয়ে যেতেন। এভাবেই এক জঙ্গলে বেড়াতে গিয়ে বেড়ালটি আচমকা দৌড় দেয় গাছপালার মধ্যে।
তারপর থেকে তার আর দেখা মেলেনি। পুরোদিন জঙ্গলের মধ্যে খোঁজ করেও পোষা বেড়ালের দেখা পাননি দম্পতি। ফলে বেড়ালটিকে ফিরে পাওয়ার আশা ছেড়েই তাঁরা বাড়ি ফিরে আসেন। এরপর ২ মাস কেটে যায়।
৬০ দিন পর হঠাৎই ওই দম্পতি খবর পান তাঁদের বেড়ালের। পেট ওয়াচের তরফ থেকে দম্পতিকে জানানো হয়, এক মহিলা ওই বেড়ালটিকে খুঁজে পেয়েছেন। বেড়ালটির খবর পাওয়ার পর তাকে ফিরে পান দম্পতি।
কোথা থেকে পাওয়া গেল তাকে? এখানেই বেড়ালটি সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে। ওই মহিলা জানিয়েছেন তিনি বেড়ালটিকে ক্যালিফোর্নিয়ার রোজভিলে ঘুরতে দেখেন।
তাকে এধার ওধার ঘুরে বেড়াতে দেখে তিনি তাকে উদ্ধার করেন। কিন্তু সেখানে সে পৌঁছল কীভাবে? ওই দম্পতি জানিয়েছেন ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে বেড়ালটি হারিয়ে গিয়েছিল।
আর সেখান থেকে রোজভিল প্রায় ১৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। মানে ধরে নেওয়া যেতে পারে কলকাতা থেকে দিল্লি পৌঁছে গিয়েছিল বেড়ালটি। এতটা পথ সে অতিক্রম করেছিল ২ মাসে। সেটা কি সম্ভব একটা বেড়ালের পক্ষে?
কীভাবে সে ওই বিশাল দূরত্ব অতিক্রম করল সেটাই এখন দম্পতির কাছে বড় জিজ্ঞাসা। যদিও তার উত্তর এখনও তাঁরা পাননি।