যুগান্তকারী ক্যামেরা আবিষ্কার, ব্যবহারে জানা যাবে বহু অজানা তথ্য
মহাকাশ গবেষণা থেকে শুরু করে নানা হাইপ্রোফাইল প্রয়োজনে এই অতিমাত্রার শক্তিশালী ক্যামেরা কাজে লাগবে। যা হয়তো যুগান্ত তৈরি করতে পারবে।
ক্যামেরা ১ সেকেন্ডে একাধিক ফ্রেম নিতে প্রস্তুত হয়েছিল অনেক আগেই। কিন্তু তার সংখ্যা এমন আজব অঙ্কে পৌঁছতে পারে তা কেউ বোধহয় ভাবতেও পারেননি। বিজ্ঞানের পক্ষে অসম্ভব যে কিছুই নয় তা ফের একবার প্রমাণ হল।
এমন এক ক্যামেরা তৈরি করলেন গবেষকেরা যা মাত্র ১ সেকেন্ডে ১ লক্ষ কোটি ফ্রেম ছবি তুলতে পারে। আলট্রা ফাস্ট এই ক্যামেরা এখনও বাজারে আসেনি বা তার কোনও ব্যবহারিক প্রয়োগ শুরু হয়নি।
এমন ক্যামেরা বাজারে এনে বড় একটা এখনই লাভ হয়তো নেই। কিন্তু মহাকাশ গবেষণা থেকে শুরু করে নানা হাইপ্রোফাইল প্রয়োজনে এই অতিমাত্রার শক্তিশালী ক্যামেরা কাজে লাগবে। যা হয়তো যুগান্ত তৈরি করতে পারবে।
এই ক্যামেরা নিউরনের মাধ্যমে চলাচল করা সিগনালেরও ছবি তুলতে পারবে। এছাড়া জলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া শকওয়েভের মত অতি সাময়িক জিনিসের ছবিও তুলে রাখতে পারবে বিজ্ঞানীদের এই আবিষ্কার।
আগেই এমন ক্যামেরা জন্ম নিয়েছে যা আলোর যাওয়াকে ধীরগতিতে তুলতে সক্ষম। সেই গবেষণার ওপর ভিত্তি করেই এই আলট্রা ফাস্ট ক্যামেরা তৈরি করে ফেললেন গবেষকেরা।
স্ফটিকের মধ্যে দিয়ে লেজার রশ্মির গমনাগমনও তুলতে সক্ষম নতুন ক্যামেরা। এবার এর ব্যবহারিক প্রয়োগ শুরু হলে তা অনেক অজানা তথ্যকে নির্ভুলভাবে জানতে সাহায্য করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা