তৈরি হল নতুন ব্যান্ডেজ, যা কেবলই একটি ব্যান্ডেজ নয়, একটা ম্যাজিক
ব্যান্ডেজ বস্তুটির সঙ্গে পরিচিতি নেই এমন মানুষ খুঁজে মেলা ভার। এবার সেই ব্যান্ডেজই তৈরি হল, তবে এ ব্যান্ডেজ যে সে ব্যান্ডেজ নয়।
ব্যান্ডেজ আবার নতুন কি? ব্যান্ডেজ তো ব্যান্ডেজই হয়! এমন কথা বললে কিন্তু তাঁকে ঠকতে হবে। কারণ যে নতুন একটি ব্যান্ডেজ আবিষ্কার হল তা কেবল একটি ব্যান্ডেজ নয়, একটি চমৎকার!
সাধারণত কাটা, ঘা জাতীয় ক্ষত সারাতে ব্যান্ডেজ বাঁধা হয়। কিন্তু যাঁরা ডায়াবেটিসের রোগী তাঁদের ক্ষেত্রে অনেক সময় কাটা বা ঘা সহজে সারতেই চায়না। বরং অনেক সময় তা আরও বড় ঘায়ে পরিণত হয়।
এমন ধরনের দীর্ঘস্থায়ী ক্ষত সারাতে এবার ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি-র গবেষকেরা এমন এক ব্যান্ডেজ তৈরি করলেন যা ম্যাজিকের মত।
কেন এটি সাধারণ ব্যান্ডেজের চেয়ে আলাদা? এই নতুন তৈরি ব্যান্ডেজ তৈরি হয়েছে অনেকটা লম্বা হতে পারে এমন পলিমার দিয়ে। যার মধ্যে যেমন থাকে ওষুধ, তেমনই থাকে বিশেষ যন্ত্র।
এই ব্যান্ডেজ ক্ষতস্থানে লাগানোর পর তার কাছের কোনও কম্পিউটার বা ট্যাব বা স্মার্টফোনে ওই ক্ষত সম্বন্ধে নানা তথ্য ব্যান্ডেজটি পৌঁছে দিতে থাকে। যা দেখে ক্ষতের পরিস্থিতি এবং চিকিৎসা সহজ হয় চিকিৎসকদের জন্য।
এই ব্যান্ডেজ নিজে থেকেই প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সরাসরি ক্ষতস্থানে পৌঁছে দিতে সক্ষম। তাতে সংক্রমণের ভয় কমে। অন্যদিকে যাতে দ্রুত ওই ক্ষতস্থান সেরে যায় সেজন্য ব্যান্ডেজে একটি হাল্কা ইলেকট্রিক স্তর থাকে। যা ক্ষতস্থানের টিস্যুগুলিকে উদ্দীপিত করে টিস্যুর বৃদ্ধিকে তরান্বিত করে। আপাতত গবেষকেরা এই ব্যান্ডেজকে অন্য প্রাণির দেহে প্রয়োগ করে সাফল্য পেয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা