দেশের সুরক্ষা নিশ্চিত করছে একটি ইঁদুর, প্রখর বুদ্ধিধর এই ইঁদুর এখন সেলেব্রিটি
দেশের সুরক্ষা যে নিশ্চিত করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, তাকে তো যে কোনও দেশই মাথায় করে রাখবে। সেটাই এবার করে দেখাল একটি ইঁদুর।

দেখতে একটা মামুলি ইঁদুর। আর পাঁচটা ইঁদুরের সঙ্গে তার কোনও ফারাক নেই। কিন্তু তার প্রতিভার গুণে দেশ সুরক্ষিত থাকছে। তাই তার আলাদাই গুরুত্ব। হবে নাই বা কেন! সে যে মাটি খুঁড়ে গোপন খবর জানান দিচ্ছে।
যা হয়তো মানুষের প্রাণ কাড়তে পারত, যা ধ্বংসের কারণ হত, তার সেই ভয়ংকরতাকে আগে থেকে সতর্ক করে শেষ করে দিচ্ছে রনিন। রনিন সেই ইঁদুর যার নাম এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।
কি করছে সে? রনিন এমন এক ইঁদুর যে মাটির তলায় লুকিয়ে ল্যান্ডমাইন পাতা আছে কিনা তা বুঝতে পারে। আর বুঝতে পারলেই সে সেখানকার মাটি খুঁড়তে শুরু করে জানান দেয় এখানে ল্যান্ডমাইন পাতা আছে।
ফলে তাকে সঙ্গে রাখতে পারলে আর ল্যান্ডমাইন থেকে ক্ষতির কোনও সম্ভাবনা তেমন থাকেনা। এমন করে ২০২১ সাল থেকে রনিন ১০০-র ওপর ল্যান্ডমাইনের খবর দিয়ে দিয়েছে। তাই সেগুলি ফাটার আগেই সেগুলিকে নিষ্ক্রিয় করে দিতে পেরেছেন কম্বোডিয়ার সুরক্ষাকর্মীরা।
শুধু ল্যান্ডমাইন বলেই নয়, ইঁদুরটি না ফাটা বোমা বুঝতেও সিদ্ধহস্ত। এমন করে সে এখনও পর্যন্ত ১৫টি না ফাটা বোমার হদিশ দিয়েছে। রনিন এখন ল্যান্ডমাইন খোঁজার ক্ষেত্রে মজা পায়।
ল্যান্ডমাইন রয়েছে আর সে বুঝতে পারবেনা এমনটা হয়না। সেই বিশ্বের প্রথম এমন এক ইঁদুর যে শতাধিক ল্যান্ডমাইনের খোঁজ দিয়ে দেশের সুরক্ষায় বড় অবদান রেখেছে।