ফেসবুক ওয়ালে স্মার্টফোনের স্ক্রিনে আঙুলের আলতো ছোঁয়ায় ওঠানামা করতে অভ্যস্ত অনেকেই। শুক্রবার সকালে ঘুম ভাঙতেই অভ্যাসবশত সেই কাজে লেগে পড়েন ফেসবুক আসক্ত প্রজন্মের একাংশ। ফেসবুক পেজ স্ক্রোল করতে করতে হঠাৎ থমকে যায় তাঁদের আঙুলের গতি। বিস্ফারিত দুটো চোখ আটকে যায় একটি ভিডিওতে। যেখানে দেখা যাচ্ছে, এক তরুণ ব্রিজের ওপর থেকে লাফ মারল নদীতে। এখানেই ভিডিওর সমাপ্তি।
কয়েক সেকেন্ডের সেই ভিডিও নিমেষে তোলপাড় ফেলে দেয় কম্বোডিয়ায়। অন্যান্য দেশে সোশ্যাল মিডিয়ায় লাইভ আত্মহত্যার ঘটনা আকছার ঘটলেও এমন ঘটনা এই প্রথম ঘটল কম্বোডিয়ায়। এমনটাই দাবি স্থানীয় প্রশাসনের। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। জানা যায়, জলে ঝাঁপ দেওয়া তরুণের নাম রা চে রথ। বছর ২১-এর তরুণ গত বৃহস্পতিবার স্কুলে ঢুকে তার প্রাক্তন স্ত্রীকে প্রথমে খুন করে। তারপর স্ত্রীর স্কুলের অনতিদূরে সুবাসা সেতুর ওপর থেকে মেকং নদীতে ঝাঁপ দেয়।
এমন কাণ্ড ঘটানোর সময় পুরো দৃশ্যটা নিজের ফোনে লাইভ রেকর্ড করে ওই তরুণ। যা পরে ভাইরাল হয়ে যায় ফেসবুকে। বিষয়টি নজরে আসার পর শুক্রবার সেই ভিডিও সরিয়ে নেয় ফেসবুক। মেকং নদী থেকে তরুণের দেহ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ঠিক কী কারণে প্রাক্তন স্ত্রীকে খুন করে রথ আত্মঘাতী হল তাও খতিয়ে দেখা হচ্ছে।