তাসের ঘরের মত ভেঙে পড়া ৭ তলা বাড়ির ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হল ৩৬ জনের। ২৩ জনকে প্রাণ থাকতে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাঁদের অবস্থা গুরুতর। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। ধ্বংসস্তূপ যতই সরানো হয়েছে তার তলা থেকে একের পর এক মানুষের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার হয়েছে। বিশাল বাড়ির ধ্বংসস্তূপ সরানো শেষে হয় স্থানীয় সময় রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ। বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার কম্বোডিয়ার সমুদ্র শহর কেপ-এ একটি ৭ তলা বাড়ি তাসের ঘরের মত ভেঙে পড়ে। ফলে বাড়ির বাসিন্দারা কেউই বাড়ি ছেড়ে পালানোর সুযোগ পাননি। বাড়ি ভেঙে পড়ার পর স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। অনেকেই পরিজনের জন্য উদ্বিগ্ন হয়ে ছুটে আসেন ওই ভেঙে পড়া বাড়ির কাছে। উদ্ধার কাজ শুরু হওয়ার পর ওই বিশাল ধ্বংসস্তূপ সরাতে হিমসিম থেকে হয় উদ্ধারকারীদের।
কেন বাড়িটি ভেঙে পড়ল তা পরিস্কার নয়। তবে রক্ষণাবেক্ষণের অভাবকেই কারণ হিসাবে তুলে ধরছেন স্থানীয়রা। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী নিজে পুরো উদ্ধারকাজ সম্বন্ধে খোঁজ রাখেন। ৪৩ ঘণ্টা উদ্ধারকাজ চলার পর তা শেষ হয়। ৩৬ জনের মৃত্যুর কথা নিজেই জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। মৃতদের পরিবার পিছু ৫০ হাজার ডলার করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। এছাড়াও মৃতদের অন্ত্যেষ্টির সব খরচও সরকার বহন করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা