বহুদিন আগে বোমা ফেটেছিল জঙ্গলে, সেটাই প্রাণ কাড়ল এক হাতির
বহুদিন আগে একটি বোমা পড়েছিল জঙ্গলে। মাটিতে পড়ে ফেটেও গিয়েছিল। সেটাই এক হাতির প্রাণ চলে যাওয়ার কারণ হয়ে সামনে এল।
গত এপ্রিল মাসে জঙ্গলের এই অংশে ১০ থেকে ২০টি হাতির একটি দলকে দেখতে পাওয়া গিয়েছিল। তারপর কিছুদিন কেটে গেছে। এবার জঙ্গলের সেই অংশেই একটি হাতির দেহ উদ্ধার হল। তার সামনের ২টি পা ভেঙে গিয়েছিল। একটি বিশাল গর্তের মধ্যে পড়েছিল হাতিটি।
স্থানীয়রা জানিয়েছেন যুদ্ধের সময় জঙ্গলের এই অংশে একটি বোমা পড়েছিল বহুদিন আগে। সেই বোমা পড়ে ফেটে গিয়েছিল। আর তার জেরে জঙ্গলের ওই অংশে একটি বিশাল গর্ত তৈরি হয়ে যায়। বোমার আঘাতে সৃষ্ট সেই গর্ত রয়েই গিয়েছিল।
হাতিটি কোনওভাবে ওই গর্তে পড়ে যায় বলে মনে করা হচ্ছে। ফলে পায়ে আঘাতও হায়। তারপর অনেক চেষ্টা করেও হয়তো উঠতে পারেনি।
হাতির দলের সঙ্গে থাকলে এমনটা হতনা। তার মানে সেটি হাতির দল থেকে কোনও কারণে আলাদা হয়ে পড়েছিল। ৩ টন ওজনের ৩০ বছর বয়সের ওই এশিয়ান এলিফ্যান্ট হাতিটি বিরল হাতির দলে পড়ে।
কম্বোডিয়ার মন্দালকিরি প্রদেশের কিও সেইমা অভয়ারণ্যে এই বোমার আঘাতে হওয়া গর্তেই প্রায় ২ দিন পড়েছিল হাতিটি বলে মনে করা হচ্ছে। তারপর সেখানেই তার প্রাণ যায়।
ওই জঙ্গলের হাতিদের রক্ষা করতে বন দফতরের কর্মী থেকে স্থানীয় মানুষ, সকলকেই আরও বেশি করে নজর দিতে অনুরোধ করেছে কম্বোডিয়া প্রশাসন। যাতে প্রাণিদের এমন ক্ষতি আটকানো যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা