কুটনো কুটে নিজেই নানারকম রান্না করে খাওয়ায় এই রাঁধুনি রোবট
রান্নাবান্নার জন্য সময় দেওয়ার দিন বোধহয় শেষ হতে চলল। বাড়ির মহিলাদের আর হেঁশেল ঠেলার দরকার পড়বে না। আসতে চলেছে রোবট রাঁধুনি। যার কীর্তি অবাক করা।
একটা সময় ছিল যখন বাড়ির মহিলাদের জীবনের একটা বড় সময় রান্নাঘরেই কেটে যেত। এখনও এই ব্যস্ত দুনিয়ায় রাঁধার জন্য অতিরিক্ত সময় বার করে নিতে হয় মহিলাদের। আবার অনেকে যাঁরা বাইরে চাকরি করতে বা পড়াশোনা করতে যান, তাঁরা একা রাঁধার সময় পান না। তখন হোটেলই ভরসা।
এবার কিন্তু এমন সময় সমস্যা মিটে যেতে চলেছে। কারণ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন এক রাঁধুনি রোবট তৈরি করেছেন যে রোবটের গুণ শুনলে হতবাক হয়ে যেতে হয়।
এই রাঁধুনি রোবট ৮ রকম স্যালাড বানাতে তো পারেই, সেইসঙ্গে সে নিজে নিজে রান্নার ভিডিও দেখে সেই রান্না শিখে নিতে পারে। তারপর নিজে সেই খাবার রান্না করে খাওয়াতেও পারে। এমনকি নিজেও নতুন রান্না করতে পারে এটি।
যেমন ইতিমধ্যেই তার জানা রান্নার বাইরে সে একটি নতুন রান্না করে ফেলেছে। যা খেতেও ভাল। ফলে হেঁশেল যে এবার রোবটের হাতেই যেতে চলেছে তা বলাই বাহুল্য।
এমনিতেই রোবট এখন নানা কাজে পারদর্শী। ফলে মানুষের কাজ কমছে। এবার রান্নার মত প্রত্যেকের জীবনের প্রত্যেকদিনের এক চিন্তা থেকে মুক্তি দিতে বাজারে আসতে চলেছে রাঁধুনি রোবট।
এই রাঁধুনি রোবট শুধু রান্নাই করেনা, তার আগে ওই রান্নার প্রয়োজনীয় কুটনো কাটাও সে নিজেই করে নেয়। রান্নার ভিডিও দেখে সে ভিডিওতে দেখানো মানুষ কীভাবে রান্না করছে তা থেকে কী রান্না হচ্ছে তা সহজেই বুঝে নেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা