একটি বিমানে ছিলেন বেশ কয়েকজন যাত্রী। তবে ছোট বিমান। ফলে বেশি যাত্রী ছিলেননা। অন্য একটি ছোট বিমানে পাইলট ছাড়া আর কেউ ছিলেননা। এই ২টি বিমানের সংঘর্ষ হয় মাঝ আকাশে। কানাডার রাজধানী অটোয়ার কাছে একটি মাঠের ওপর ভেঙে পড়ে শুধু পাইলট থাকা বিমানটি। ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয়।
অন্য বিমানটি যাত্রী নিয়ে অবশ্য নির্বিঘ্নেই অটোয়া বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের পাইলট জানিয়েছেন, তাঁর বিমানের নিচের দিকে ধাক্কা মেরে অন্য বিমানটি ভেঙে পড়ে। তাতে তাঁর বিমানের ল্যান্ডিং গিয়ারের ক্ষতি হয়। তবে তাতে অবতরণে সমস্যা হয়নি। কেন এভাবে মাঝ আকাশে ২টি বিমান সংঘর্ষের শিকার হল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)