৪৩ বছর পর পাঠাগারে ফেরত এল ইস্যু হওয়া বই
এও যে হতে পারে এমনটা পাঠাগারের কেউ ভাবতেও পারেননি। ৪৩ বছর পর একটি পাঠাগার থেকে এক পাঠককে ইস্যু করা বই ফেরত এল সেই পাঠাগারে।
বইটি যে ইস্যু হয়েছিল ওই পাঠাগার থেকে তা ভুলেই গিয়েছিলেন পাঠাগার কর্তৃপক্ষ। ৪৩ বছর আগের কথা। সেই ১৯৭৮ সালে একটি ছোটদের কবিতার বই ইস্যু করা হয়েছিল পাঠককে।
পাঠাগারের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বই আবার ফেরত দিতে হয় পাঠাগারে। তার চেয়ে বেশিদিন রাখতে হলে দিন পিছু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়।
অনেকে বেশিদিন রাখেন বই। সেই অতিরিক্ত দিন হয় খুব বেশি হলে কয়েক মাস। তা বলে ৪৩ বছর! পাঠাগারের কেউ ভাবতেও পারেননি সেই বই আবার ফেরত আসতেও পারে। ১৯৭৮ সালে ইস্যু হওয়া বই ফেরত এল ২০২১ সালে।
ডেনিস লি নামে এক কবির লেখা ছোটদের কবিতার বইটি কানাডার টরেন্টো পাবলিক লাইব্রেরি থেকে ইস্যু করা হয়েছিল। সেটি অবশেষে ফেরত এল ২০২১ সালের সেপ্টেম্বরে।
তাহলে কি যিনি নিয়েছিলেন তাঁকে একটা বিশাল অঙ্কের জরিমানা গুনতে হল? লাইব্রেরি কর্তৃপক্ষ জানাচ্ছে ওই ব্যক্তিকে কানাকড়িও জরিমানা গুনতে হয়নি। কারণ লাইব্রেরির পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছিল যে যাঁরা অনেক আগে কোনও ছোটদের বই নিয়েছিলেন কিন্তু ফেরত দেননি তাঁরা যদি সেই বই ফেরত দেন তাহলে তাঁদের আর জরিমানা গুনতে হবে না।
সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়েই বইটি ওই ব্যক্তি ফেরত দিলেন কিনা তা অবশ্য জানা যায়নি। তবে পাঠাগার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জরিমানা নিয়ে ভাবছে না। বরং বইটি যে এতকাল পর ফেরত এল এতেই তারা দারুণ খুশি।