সিনেমা দেখলেই পাওয়া যাবে ৮২ হাজার টাকা, দেবে একটি ওয়েবসাইট
সিনেমা দেখতে গেলে টাকা খরচ করতে হয়। সেখানে ১৬টা সিনেমা দেখার জন্য টাকা দেবে একটি ওয়েবসাইট। অবাক করা শোনালেও এটাই ঘোষণা করেছে ওয়েবসাইটটি।
একেই বলে উলটপুরাণ। সিনেমা দেখার জন্য খরচ করতে হয় সকলকেই। হলে গেলে টিকিট কাটতে হয়। আর ওটিটি-তে দেখলে সেই ওটিটি সাবস্ক্রাইব করতে হয় গ্যাঁটের কড়ি খরচ করে।
কিন্তু সিনেমাও দেখবেন আবার টাকাও পাবেন এমন কথা কেউ ভাবতে পারেননি। তাও আবার একটা নয়, ১৬টা সিনেমা দেখার জন্য টাকা! তাও আবার ভারতীয় মুদ্রায় ৮২ হাজার টাকা!
সিনেমা দেখে এই টাকা রোজগার। এতো অনেকটা রথ দেখা, কলা বেচার মত শোনাচ্ছে! এটাই কিন্তু হয়েছে। ১৬টা সিনেমা দেখার জন্য এই টাকা দিচ্ছে একটি ওয়েবসাইট।
বার্বি একটি পুতুল যা বিশ্বখ্যাত। সেই বার্বি-কে সামনে রেখে একটি সিনেমা মুক্তি পাচ্ছে। সেই সিনেমা মুক্তিকে উদযাপন করতে কানাডার একটি ওয়েবসাইট বার্বি-র ওপর আগে হওয়া ১৬টি সিনেমা দেখার জন্য দর্শকদের আহ্বান জানাচ্ছে।
২০০১ সাল থেকে ২০০৯ সালের মধ্যে বার্বি-র ওপর ১৬টি অ্যানিমেশন সিনেমা তৈরি হয়েছে। এই ১৬টি সিনেমা দেখে তারপর সেই সিনেমাগুলি সম্বন্ধে একটি পর্যালোচনা লিখতে হবে দর্শকদের। তাহলেই ওই ওয়েবসাইটের তরফ থেকে মিলবে কড়কড়ে ১ হাজার ডলার।
যাঁর লেখা সবচেয়ে ভাল হবে তাঁকে আবার আরও ৫০ ডলার দেবে ওয়েবসাইটটি। বার্বি সিনেমাটি দেখার জন্য ওই অর্থ প্রদান করা হবে। এ এক সুবর্ণ হাতছানি অনেকের জন্য। তবে বাছাই কয়েকজন আবেদনকারীকেই এই সুযোগ দেবে ওয়েবসাইটটি।