ছিল কালো পিচের রাস্তা, হয়ে গেল সবুজ শাকসবজির ক্ষেত
একটা রাজপথ বলে কথা। প্রচুর গাড়ি ছুটে চলেছে অবিরত। সেই পিচ ঢালা ঝকঝকে রাস্তা আচমকা হয়ে গেল শাকসবজির খেত।
রাজপথ হয় পিচ ঢালা। একাধিক লেন থাকে গাড়ি যাতায়াতের জন্য। সারা দিনে ব্যস্ত রাস্তায় অগুনতি গাড়ি ছুটে চলে। হাইওয়ে দিয়ে চলে মালবাহী গাড়িও। এমনই এক পিচ ঢালা ব্যস্ত রাস্তা আচমকা সবুজে ভরা শাকসবজির ক্ষেতের চেহারা নিল। সৌজন্যে একটি অতিকায় ট্রাক। যা প্রচুর শাক নিয়ে ওই রাজপথ ধরে ছুটে চলছিল।
সেই ট্রাকটি আচমকাই রাস্তায় উল্টে যায়। ট্রাকে ভর্তি থাকা প্রচুর শাক রাস্তায় ছড়িয়ে পড়ে। বিশাল চওড়া রাস্তা পুরোটাই ভরে যায় শাকে।
এতই শাক ছড়িয়ে পড়ে যে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ হাজির হয়। আকাশপথেও পরিস্থিতি খতিয়ে দেখা হয়।
এত শাক ছড়িয়ে পড়ে যে রাস্তার একটা বড় অংশ ভরে যায়। রাস্তা দেখা যাচ্ছিল না। কেবল শাক আর শাক। ঘটনাটি ঘটেছে কানাডার অন্টারিওতে।
রাস্তায় ছড়িয়ে পড়া শাকের জেরে অনেক গাড়ির লাইন পড়ে যায়। শুরু হয় দ্রুত শাক সাফাইয়ের কাজ। কিন্তু এত শাক পড়েছিল যে তা সাফ করে রাস্তাকে পুরনো অবস্থায় ফিরিয়ে দিতে বেশ কয়েক ঘণ্টা লেগে যায়। তবে গিয়ে সব শাক রাস্তা থেকে সরানো সম্ভব হয়।
এদিকে এই কয়েক ঘণ্টা ঠায় অপেক্ষায় থাকতে হয় মালবাহী অনেক গাড়িকে। ছোট গাড়ি অবশ্য মুখ ঘুরিয়ে অন্য পথে চলে যায় গন্তব্যের দিকে। এই শাক ছড়ানো রাস্তার ছবি সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব সর্বত্র ছড়িয়ে পড়ে।