এতটুকু মদ্যপান না করেও সারাদিন মাতাল হয়ে কাটাচ্ছেন মহিলা
এক বিন্দুও মদ্যপান করেননা তিনি। কিন্তু তাঁর সারাদিন কাটে মদ্যপ অবস্থায়। এমনকি সাধারণভাবে নয়, মদ্যপের মত করে কথা বলেন তিনি।
প্রাথমিকভাবে অনেকেই মনে করতেন মহিলা সকাল থেকেই প্রচুর পরিমাণে মদ্যপান করতে থাকেন। তাই সারাদিন ধরে মদ্যপ অবস্থায় কাটান তিনি। অতিরিক্ত মদ্যপানের পর কথা যেমন একটু জড়িয়ে যায়, পা ঠিকমত পড়েনা, তেমন অবস্থায় কাটাচ্ছিলেন মহিলা।
সকলেই তাঁকে ভুল বুঝছিলেন। কারণ তিনি একবিন্দুও মদ্যপান করেননা। কিন্তু তাঁকেই সকলে মদ্যপ বলে মনে করতে থাকেন। এমন করে প্রায় ২ বছর চলেছে। কেন তিনি মদ্যপান না করেও মাতাল হয়ে থাকেন? তার উত্তর খুঁজতে গিয়ে চিকিৎসকেরা হতবাক হয়ে গেছেন।
৫০ বছরের ওই মহিলাকে পরীক্ষা করে দেখা গেছে তাঁর শরীর জুড়ে অ্যালকোহল। যা অদ্ভুতভাবে তাঁর শরীরে সর্বক্ষণ তৈরি হয়ে চলেছে।
টরেন্টো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা কানাডার বাসিন্দা ওই মহিলাকে পরীক্ষা করে জানতে পারেন যে তাঁর অন্ত্রে থাকা ফাঙ্গি পচনের মাধ্যমে সারাক্ষণ শরীরে অ্যালকোহল তৈরি করে চলেছে। যা তাঁকে কার্যত মাতাল করে রাখছে সারাদিন।
এমন অবস্থা করছে যে মদ্যপানের পর মুখ থেকে যে মদের গন্ধ পাওয়া যায়, সেটাও মহিলার মুখ থেকে বার হচ্ছে। আপাতত তাঁকে সুস্থ করে তোলার জন্য যা করার তা করছেন চিকিৎসকেরা।
মহিলাকে কার্বোহাইড্রেট না থাকা খাবার খাওয়ানো হচ্ছে। এই সমস্যা অত্যন্ত বিরল বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। ফলে ওই মহিলাকে সর্বদা পর্যবেক্ষণেও রাখা হচ্ছে। যে চিকিৎসা চলছে তাতে কতটা কাজ হচ্ছে তাও খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা