এলিয়েনদের আনাগোনা কি বাড়ছে, চর্চায় ঘৃতাহুতি দিল দম্পতির দেখা আকাশযান
পৃথিবীর ওপর ভিনগ্রহীদের নজর আছে। তারা আনাগোনাও করে। এ জল্পনা আজকের নয়। সেই জল্পনায় ঘৃতাহুতি দিল এক দম্পতির দেখা তীব্র আলোর জোড়া আকাশযান।
এ পৃথিবীতে অন্য গ্রহের প্রাণিরা আসে। ঘুরে যায়। তারা অনেক বেশি আধুনিক। তাদের যান গোলাকার। এমন নানা ধারনা মানুষের মনে অনেকদিন ধরেই বিরাজ করছে। গত কয়েক বছরে সেই ভিনগ্রহী নিয়ে নতুন করে কৌতূহল বৃদ্ধি পেয়েছে।
মনে করা হচ্ছে গত কয়েক বছরে ভিনগ্রহী বা এলিয়েনরা এ পৃথিবীতে আনাগোনা বাড়িয়েছে। সেই জল্পনাই উস্কে দিলেন কানাডার এক দম্পতি।
তাঁদের দাবি, উইনিপেগ নদীর ওপর আকাশে তাঁরা সূর্যের মত তীব্র আলোর ২টি যান দেখতে পান। এত তীব্র আলো যে তাঁরা অবাক হয়ে যান।
নদীর উত্তর তীর থেকে দক্ষিণ তীরের দিকে উড়ে যায় ২টি যান। বেশ কিছুক্ষণ সেই যান ২টি ছিল সেখানে। একটি নিচের দিকে। অন্যটি তার উপরে।
একটা সময় পর্যন্ত থাকার পর ২টি যানই মিলিয়ে যায় মেঘের আড়ালে। সেই অস্বাভাবিক তীব্র আলোর ঝলকানির ছবিও তুলে ফেলেন তাঁরা। যা তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। যা দেখে কার্যতই চমকে গেছেন নেটিজেনরা।
ওই দম্পতির দাবি, তাঁরা যে তীব্র আলোর ২টি যান দেখেছেন তা এ গ্রহের নয়, ভিনগ্রহীদের। তাঁরা নিশ্চিত ওই ২টি যান আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও। যার সহজ অর্থ ওটা ভিনগ্রহীদের যান। প্রসঙ্গত কানাডায় গত ১ বছরে বার বার ইউএফও দেখা গেছে বলে দাবি উঠেছে বিভিন্ন প্রান্ত থেকে।