World

বিমানবন্দরে কিলবিল করছে সাপের মত কিছু, ছড়াল চাঞ্চল্য

সাপদের মত কিছু দাপিয়ে বেড়াচ্ছে বিমানবন্দর। দৃশ্য দেখে সাধারণ মানুষ দূর, বিমানবন্দরের কর্মীরাও কি করবেন বুঝে উঠতে পারলেননা।

বিমানবন্দরের টারম্যাকের সঙ্গে অনেকেই পরিচিত। টারম্যাক হল বিমানবন্দরের রানওয়ে লাগোয়া একটি স্থান। যেখান থেকে বিমানগুলি ওড়ার জন্য রানওয়েতে আসে বা ল্যান্ড করার পর রানওয়ে থেকে টারম্যাকে চলে যায়।

ফলে তা যে সদা ব্যস্ত অতি গুরুত্বপূর্ণ অংশ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই আচমকা সকলকে অবাক করে দাপাদাপি শুরু করল লম্বা লম্বা সাপের মত দেখতে কিছু প্রাণি।


একটা একটা করে একটি বাক্স থেকে তারা লাফিয়ে পড়ছে টারম্যাকে। তারপর সেখানে কিলবিল করতে শুরু করছে। বিমানবন্দর কর্মীরা এমন কাণ্ড দেখে প্রাথমিকভাবে বুঝে উঠতে পারলেননা কি করবেন।

ভ্যাঙ্কুভারে ভ্যাম্পায়ার বলে জটায়ু লাফিয়ে উঠতেন কিনা জানা নেই, তবে এই দৃশ্য দেখে অনেক মানুষই থমকে গেছেন। একটি ঈল মাছ ভরা বাক্স কানাডার টরেন্টো শহর থেকে এসেছিল ভ্যাঙ্কুভার শহরে।


বিমানে আসা সেই ঈলরা কোনওভাবে বিমানবন্দরেই বাক্স থেকে বেড়িয়ে পড়ে। তারপর ছড়িয়ে পড়ে টারম্যাকে। পরে অবশ্য তাদের ফের বাক্সবন্দি করা হয়। ঈল মাছগুলি একটি সংস্থা মারফত ভ্যাঙ্কুভারে এসেছিল। বিমানবন্দরে ঈল মাছের দাপাদাপির ছবি ইন্টারনেটে হুহু করে ছড়িয়ে পড়ে।

ঈল ২ ধরনের হয়। একটা হল মিষ্টি জলের ঈল। অন্যটি সমুদ্রের ঈল। ইলের নানাধরন হয়। জাপানে ঈল খাওয়ার প্রবণতা নজরকাড়া। জাপানের বেশ কয়েকটি স্থানীয় মুখরোচক খাবার ঈল দিয়ে রান্না হয়। জাপান ছাড়া চিনেও ঈল খাওয়ার চল যথেষ্ট।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button