বিচে এসে এসব কি করছেন মানুষ, মানা করলেন শহর প্রধান
সমুদ্রসৈকত বা বিচে বহু মানুষই ঘুরতে আসেন। কিন্তু এ বিচে কিছু মানুষ যা করছেন তা করতে মানা করলেন শহরের প্রধান।
অভিযোগটা উঠছিল কয়েকদিন ধরেই। এবার সরাসরি বিষয়টি নিয়ে মুখ খুললেন শহর প্রধান। সাফ জানালেন এমন কাজ করবেননা। কি হচ্ছিল বিচে? কয়েকদিন ধরেই অভিযোগ উঠছিল যে কিছু মানুষ সমুদ্রের ধারে বেড়াতে এসে বালি খুঁড়ছেন।
খুঁড়ে বালিতে একটা গর্ত করছেন। তারপর সবার অলক্ষ্যে সেখানে পায়খানা করে বালি চাপা দিয়ে চলে যাচ্ছেন। এটা একটা বিচের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এ বিষয়ে শহর প্রধানকে প্রশ্ন করা হলে তিনি ছোট্ট উত্তর দেন। জানান এমনটা করবেননা।
তিনি এও বলেন, তাঁর কাছে হাতেনাতে কোনও প্রমাণ নেই। তবে এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল যে কানাডার অন্টারিও-র ওয়াসাগা বিচে কিছু মানুষ গিয়ে ছোট তাঁবু খাটাচ্ছেন।
তারপর সেই তাঁবুর মধ্যে বালি খুঁড়ে পায়খানা করে বালি চাপা দিয়ে চলে যাচ্ছেন। কেউ দেখতে পাচ্ছেন না কারণ যা হচ্ছে তা তাঁবুর আড়ালে হচ্ছে।
অন্টারিও-র প্রধান ডাঙ্গ ফোর্ডকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তখনই তিনি জানান এমন কাজ করতে সকলকে মানা করছেন তিনি। তিনি এও বলেন যে ওয়াসাগা বিচে বেশ কয়েকটি বাথরুমের তৈরির জন্য ৭ লক্ষ ডলার প্রদান করা হয়েছিল।
ভারতীয় মুদ্রায় যার অর্থ ৫ কোটি ৮৭ লক্ষের কিছু বেশি। এদিকে এমন অভিযোগ উঠলেও তা কার্যত উড়িয়ে দিয়েছেন ওয়াসাগা বিচের মেয়র। তিনি সাফ জানিয়েছেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।