৩৬৫টি গর্তে নানা রংয়ের জল, সারে রোগও, প্রকৃতির তৈরি এমন দিঘিও রয়েছে
এ এমন এক দিঘি যা তৈরি হয়েছে ৩৬৫টি ছোট ছোট গর্তে ভরা জলে। যে জলের রং আলাদা। উপকারও। কথায় বলে বেশ কয়েকটিতে রোগও সেরে যায়।
এটি আসলে একটিই দিঘি। দিঘির এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পৃথিবীর আর কোনও দিঘির সঙ্গে মিলবে না। কারণ এখানে জল একটিই নয়, অনেক। এ দিঘির বুকে রয়েছে অনেক গোল গোল গর্ত। বলা হয় ৩৬৫টি গর্ত রয়েছে এখানে।
সেসব গর্তে বিভিন্ন রংয়ের জল টলটল করে। অধিক পরিমাণে খনিজের মিশ্রণে ওই ধরনের সব রং তৈরি হয়। এসব খনিজের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম, সোডিয়াম সালফেট। এছাড়া অল্প পরিমাণে রূপো এবং টাইটানিয়ামও রয়েছে। রয়েছে ৮ রকমের খনিজ।
যে গর্তের জলে যে খনিজের আধিক্য, সেই গর্তের জলের রং তার প্রভাবে সৃষ্টি হয়েছে। আর ঋতু ভেদে রং যায় বদলে। অনেকের দাবি, এই গর্ত ভরা জলগুলিতে রয়েছে রোগ সারানোর উপাদান। যা নানা রোগ দ্রুত সারিয়ে দিতে সক্ষম।
ব্রিটিশ কলম্বিয়ার সিমিলকামিন উপত্যকায় রয়েছে এই বিরলতম দিঘি। যাকে সকলে স্পটেড লেক বলে ডাকেন। স্পটেড লেক বলা হয় কারণ এই দিঘি জুড়ে ছড়িয়ে আছে অনেক গর্ত। তাও গায়ে গায়ে একটি জায়গা জুড়ে।
দেখে মনে হবে কেউ যেন একটা বিশাল জমি দেখে তাতে সামান্য ছেড়ে ছেড়ে গোল গোল গর্ত করে সেখানে রঙিন জল ঢেলে সাজিয়ে দিয়েছে। কিন্তু প্রকৃত সত্য হল এ প্রকৃতির হাতে তৈরি এক অবিশ্বাস্য সৃষ্টি।
এই লেক দেখতে বহু পর্যটক ভিড় জমান এখানে। রং বেরংয়ের জলে ভরা গর্তগুলির ধার ধরে থাকা আলপথের মত সরু জমি ধরে ঘুরে দেখেন দিঘিটা। অনেকে স্পটেড লেককে লেক খিলাক বলেও ডেকে থাকেন।