সাদা থকথকে বস্তু থেকে বেরোচ্ছে তেলের চড়া গন্ধ, সমুদ্রের ধারে দানা বাঁধছে রহস্য
সমুদ্রের ধারে ছড়িয়ে পড়ে আছে। মাঝে মাঝেই তা দেখতে পাওয়া যাচ্ছে। কি ওই বস্তু যা দিয়ে চড়া ভেজিটেবল ওয়েলের গন্ধ বার হয়। সমুদ্রের ধারে কৌতূহল চরমে।

সমুদ্রের ধারে অনেক কিছুই ভেসে আসে। যা দেখে অভ্যস্ত সমুদ্রের ধারে থাকা মানুষজন বা যাঁরা প্রায়ই সমুদ্রের ধারে বেড়াতে যান তাঁরা। কিন্তু তাঁরাও মেনে নিচ্ছেন এমন জিনিস আগে দেখেননি।
সমুদ্রের ধারে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সাদা থকথকে বস্তু। যা দেখে এমনও মনে হতে পারে যে কোনও প্রাণির বমি। কাছে গিয়ে দেখলে নাকে চড়া একটা গন্ধও ভেসে আসছে। যা ভেজিটেবল তেলের মত গন্ধযুক্ত। কিন্তু বস্তুটা কি?
কোনও জলজ অচেনা প্রাণি? নাকি অন্য কিছু? কিছুই পরিস্কার নয়। খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেও নয়। ফলে কৌতূহল ক্রমে চড়ছে। সাধারণ মানুষের যেমন কৌতূহল বাড়ছে, তেমনই প্রশাসনেরও।
বিশেষজ্ঞেরাও এ নিয়ে গবেষণা করছেন। তবে তাঁরা প্রাথমিক ভাবে জানিয়ে দিয়েছেন ওটা কোনও প্রাণির দেহ বা তেমন কিছু নয়। তাহলে কি? সেটাই বোঝা যাচ্ছেনা।
কানাডার নিউফাউন্ডল্যান্ডের সমুদ্রতটে ভেসে আসা এই সাদাটে বস্তু ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। রহস্যময় বস্তু বলে তা চিহ্নিত হওয়ায় মানুষের কৌতূহল বাড়ছে। তবে এটা যে কোনও পেট্রোলিয়ামজাত বস্তু নয় তা নিশ্চিত করে দিয়েছেন বিশেষজ্ঞেরা।
আবার এটা যে জলজ প্রাণি নয় তাও নিশ্চিত হয়েছে। তাহলে সেটা কি, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। ওই অঞ্চলে সমুদ্রের ধারে এ বস্তু কিন্তু গত সেপ্টেম্বর মাস থেকেই মাঝেমধ্যে ভেসে আসছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা