মেয়র হতে কেউ রাজি নন, মহা মুশকিলে শহর
একটা শহরের মেয়র পদ নেহাত ছেলেখেলা নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। গুরুদায়িত্বও। কিন্তু সেই পদে কেউ বসতেই রাজি নন। এ এক মহা সমস্যা।
একটা শহরের মেয়র হওয়া অবশ্যই অত্যন্ত সম্মানের। বড় দায়িত্ব। শহরের কিছু ভাল করতে চাইলে তা মেয়রের ইচ্ছার উপর নির্ভরও করবে। ফলে চাইলে শহরের উন্নতি বিধানও করতে পারবেন। তারপরেও খালি ময়ের পদে কেউ বসতেই রাজি নন।
হন্যে হয়ে নির্বাচনে প্রার্থীর খোঁজ চলছে। যা পরিস্থিতি তাতে একজনও যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রে সই করেন, তাহলে তিনিই একমাত্র প্রার্থী হওয়ায় বিনা নির্বাচনেই নির্বাচিত হবেন।
তিনিই মেয়র হয়ে যাবেন। এত সুযোগ থাকা সত্ত্বেও একজনকেও পাওয়া যাচ্ছেনা যিনি মেয়র হবেন। উপনির্বাচন করে মেয়র নির্বাচিত করতে হবে।
কিন্তু ১৩ নভেম্বর হতে চলা মেয়র পদে একজনও প্রার্থী হিসাবে মনোনয়ন জমা না দেওয়ায় কানাডার সাশাচেওয়ান শহরে এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
যদিও একজনও প্রার্থী না হন তাহলে আপাতত ডেপুটি মেয়র পদে একজনকে বসিয়ে মেয়রের কাজটা সামাল দেওয়ার চেষ্টা হবে। সেই সঙ্গে উপনির্বাচনের জন্য একের পর এক তারিখ ঘোষণা হতেই থাকবে। যতদিন না একজন অন্তত এগিয়ে এসে মনোনয়ন জমা দিচ্ছেন।
২০২১ সালে এ শহরের মেয়র নির্বাচিত হয়েছিলেন জর্জ উইলিয়ামস। তিনি অবসর গ্রহণ করেছেন। তাই এখন মেয়রের চেয়ার ফাঁকা। সেই পদে শহরের একজনও বসতে রাজি নন। এমন কাণ্ড দেখা যায়নি। ঠিক কি কারণে মেয়র পদে বসায় শহরবাসীর এত অনীহা তা অবশ্য পরিস্কার নয়।