Entertainment

এবার কমিক বইতে সুপার ভিলেন ডোনাল্ড ট্রাম্প, বই কিনতে লম্বা লাইন

স্টল নিমেষে ফাঁকা হয়ে যাচ্ছে। বই বিক্রি করে কুলিয়ে উঠতে পারছেন না বিক্রেতারা। কমিক বইতে ট্রাম্প ভিলেন হতেই বিক্রি তুঙ্গে।

৭০-এর দশকে এক সুপারহিরো দারুণ জনপ্রিয়তা পায়। ক্যাপ্টেন ক্যানাক বলতে পাগল ছিলেন অনেকে। তার পরনে থাকত সাদা ও লাল পোশাক। মুখ মুখোশে ঢাকা। মুখোশে থাকত একটি লাল ম্যাপল পাতার ছবি।

সে ছিল সরকারি এজেন্ট। যে তার দেশের সার্বভৌমত্ব রক্ষায় করতে বদ্ধপরিকর। সেই সুপারহিরো আবার ফিরে এল। অনেকদিন পর তার প্রত্যাগমন হল ডোনাল্ড ট্রাম্পকে সায়েস্তা করতে।


কারণ কানাডার এই অতি জনপ্রিয় কমিক বইয়ের সুপার হিরো এবার সুপার ভিলেন ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হল। তাঁকে সায়েস্তাও করল। এমনই নতুন কমিক বইয়ে দেখানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে প্রতিবেশি রাষ্ট্র কানাডার সম্পর্ক ভাল নয় তা বলাই বাহুল্য। ট্রাম্প কানাডাকে আমেরিকার অংশ করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১ তম রাজ্য করতে চান।


সেটাই আটকাতে এবং কানাডাকে রক্ষা করতে এবার কমিক বইয়ের পাতায় হাজির হল ক্যাপ্টেন ক্যানাক। শুধু ডোনাল্ড ট্রাম্পই নন, তাঁর সঙ্গী ইলন মাস্ককেও সায়েস্তা করল সে। একেবারে ধরে ছুঁড়ে দিল ২ জনকে। এটাই কমিকসের পাতায় উঠে এসেছে।

রিচার্ড কামলি এই নতুন বইয়ের গল্পটি তৈরি করেছেন ছবি সহ। কমিকসটি কানাডার বিভিন্ন স্টলে আসার পরই সেগুলি হট কেকের মত বিক্রি হতে শুরু করে। ফাঁকা হয়ে যায় বইয়ের দোকানের তাক।

কমিকসটি কিনতে লম্বা লাইন পড়ে যায় অনেক দোকানের বাইরে। আপাতদৃষ্টিতে কমিকসের কাল্পনিক কাহিনি হলেও এটা কিন্তু সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার তলানিতে ঠেকা সম্পর্ককে সামনে তুলে আনল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button