টরেন্টোর গ্রিক টাউনে এক বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে নিহত হলেন ১৮ বছরের এক তরুণী ও ১০ বছরের এক বালিকা। এছাড়াও গুলিতে আহত হয়েছেন ১৩ জন। টরেন্টো পুলিশের তরফে ট্যুইট করে ঘটনার কথা জানানো হয়। স্বয়ংক্রিয় বন্দুক থেকে প্রায় ২০ রাউন্ড গুলি ছোঁড়ে ফয়সল হুসেন নামে এক বন্দুকবাজ। পরে সে নিজেকে গুলি করে আত্মঘাতী হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলি দাবি করেছে।
টরেন্টোর গ্রিক টাউন বেশ জমজমাট এলাকা। এখানেই একটি রেস্তোরাঁয় জন্মদিনের পার্টি চলছিল। স্থানীয় সময় তখন রাত ১০টা। সিসিটিভি-র যে ছবি ট্যুইটারে প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে কালো পোশাকে এক বন্দুকবাজ আচমকাই ফুটপাথ ধরে হেঁটে এসে দাঁড়িয়ে পড়ে গুলি চালাতে শুরু করল। অকস্মাৎ গুলি বর্ষণে জন্মদিনের আনন্দ আচমকাই আর্তনাদে পরিণত হয়। শুরু হয় বাঁচার জন্য ছোটাছুটি। এরমধ্যেই মহিলা, শিশু সহ ১৫ জন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ বছরের তরুণী রেসি ফ্যালনের। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ১০ বছরের বালিকাটির। গুরুতর আহত অবস্থায় ১৩ জন হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বন্দুকবাজ ফয়সল হুসেন প্রবলভাবে মানসিক রোগে আক্রান্ত ছিল বলে প্রাথমিকভাবে দাবি করছে তারা। তবে এই হামলার পিছনে নাশকতামূলক কোনও অভিসন্ধি রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।