কেবল এই জঙ্গলেই ঘুরে বেড়ায় বড় কুকুরের মত চেহারার ইঁদুর
ইঁদুরের চেহারা সম্বন্ধে ধারনা কমবেশি সকলেরই আছে। বড় ইঁদুরও দেখেছেন অনেকেই। কিন্তু কুকুরের মত চেহারার ইঁদুর কেউ নিশ্চয়ই দেখেননি। অবিশ্বাস্যও মনে হতে পারে।
ইঁদুর তো প্রায় সকলেই দেখেছেন। ইঁদুরের চেহারার সম্বন্ধে ধারনা সকলেরই আছে। বড়সড় চেহারার ইঁদুরও দেখা যায়। অনেকে একে বেজির সঙ্গে গুলিয়েও ফেলেন। কিন্তু সেই বড় চেহারার ইঁদুরও কত বড় হতে পারে সে সম্বন্ধে ধারনা রয়েছে।
তাই কাউকে যদি অন্য কেউ বলেন যে তিনি জার্মান শেফার্ড প্রজাতির কুকুরের মত চেহারার একটি ইঁদুর দেখে এসেছেন তাহলে তাঁর কথা বিশ্বাস করা কঠিন। অনেকেই মনে করবেন মিথ্যা বলছেন ওই ব্যক্তি। কিন্তু বাস্তবেই এ পৃথিবীর বুকে ঘুরে বেড়ায় বড়সড় কুকুরের মত দেখতে ইঁদুর।
অ্যামাজন রেন ফরেস্টে এক ধরনের ইঁদুর দেখতে পাওয়া যায় যাকে বলা হয় ক্যাপিবারা। এদের যাঁরা প্রথম দেখবেন তাঁদের বলে দিতে হবে যে এগুলি অন্য কোনও প্রাণি নয়, এক ধরনের ইঁদুর। মূলত অ্যামাজনের জঙ্গলেই এই প্রাণির দেখা মেলে।
আশপাশে দেখা ইঁদুররা যেমন তাদের ছানাদের সঙ্গে করে ঘোরে, ক্যাপিবারা প্রজাতির ইঁদুররাও তাদের ছানাদের সঙ্গে করে ঘোরে। দেখে মনে হয় একটি কুকুর যেন তার ছানাদের নিয়ে ঘুরছে। এতটাই লম্বা এবং বড়সড় চেহারার হয় তারা।
জঙ্গলে ক্যাপিবারারা সাধারণভাবে কোনও নদী বা জলের ধারে থাকতে পছন্দ করে। সাভানা জাতীয় অরণ্য তাদের সবচেয়ে বেশি পছন্দের।
খুব গহন অরণ্যে প্রবেশ না করলে এই ক্যাপিবারা ইঁদুরদের দেখা মেলা ভার। তবে অনেক পর্যটক মুখিয়ে থাকেন এই কুকুরের মত চেহারার ইঁদুরদের একবার চোখের দেখা দেখার জন্য।