সবচেয়ে বেশিদিন বাঁচে এই পাখি, পাখির নামটা সকলের খুব চেনা
এ পাখির নাম জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তাদেরই একটি প্রজাতি পাখিদের মধ্যে সবচেয়ে বেশিদিন বেঁচে থাকে। নাম শুনে সকলেই বলবেন, চিনি তো।
পৃথিবী জুড়ে পাখির সংখ্যা গুনে ওঠা মুশকিল। নানাধরনের পাখি রয়েছে। বিভিন্ন দেশে আবার সেখানকার বাসিন্দা পাখি রয়েছে। বরফের রাজ্য অ্যান্টার্কটিকা থেকে বিষুবরেখার ওপর গরমে তেতেপুড়ে থাকা দেশ, এমন কোনও জায়গা বাকি নেই যেখানে পাখি থাকেনা।
পাখিদের প্রকারের তালিকাও অস্বাভাবিক রকম লম্বা। তবে পাখিদের আয়ু কিন্তু খুব বিশাল হয়না। এক এক প্রজাতির পাখি এক এক রকম আয়ু নিয়ে জন্মায়। তারমধ্যে সবচেয়ে বেশিদিন যে পাখি বেঁচে থাকে তাদের গড় সর্বোচ্চ আয়ু ৩৫ বছর।
পাখিদের আয়ু নিয়ে যাঁদের ধারনা আছে তাঁরা অবাক হতেই পারেন যে ৩৫ বছর বেঁচে থাকে এমন পাখিও রয়েছে! কারণ পাখিদের জন্য ৩৫ বছর অনেক বয়স।
এই ৩৫ বছর পর্যন্ত বেঁচে থাকা পাখিটিই হল পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ু পাখি। এগুলি আসলে এক প্রজাতির কাকাতুয়া। কাকাতুয়া নামে পাখির নাম জানেন না এমন মানুষ কমই আছেন।
দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়ায় কার্নাবিজ কাকাতুয়া দেখতে পাওয়া যায়। কার্নাবিজ কাকাতুয়ারা কাকাতুয়ারই একটি প্রজাতি। এরা কেবলমাত্র অস্ট্রেলিয়ার এই অংশেই রয়েছে।
অতিবিরল প্রজাতির তালিকাতেও তাদের নাম রয়েছে। প্যাসিফিক কনজারভেশন বায়োলজি পত্রিকায় এই কাকাতুয়া এবং তাদের আয়ু ও বিরলতা নিয় একটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাতেই পরিস্কার হয়ে গেছে এই কার্নাবিজ কাকাতুয়াই হল বিশ্বের সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা পাখি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা