সিবিএসই প্রশ্নফাঁস কাণ্ডে প্রবল অস্বস্তিতে পড়া কেন্দ্রীয় সরকার এবার পরীক্ষার দিন ঘোষণা করে দিল। কেন্দ্রীয় শিক্ষাসচিব অনিল স্বরূপ এদিন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছেন। দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা হবে আগামী ২৫ এপ্রিল। পরীক্ষাটি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্নফাঁস সামনে আসার পর ফের সেই পরীক্ষার দিন ঘোষণা করা হল এদিন। পরীক্ষার্থীদের একাংশের দাবি ছিল সব পরীক্ষা ফের নিতে হবে। কিন্তু তা যে সরকার মানছে না তা এদিন পরিস্কার হয়ে গেল।
সেইসঙ্গে সিবিএসই দশম শ্রেণির অঙ্ক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কের উত্তরে এদিন শিক্ষাসচিব জানান অঙ্ক পরীক্ষার প্রশ্নফাঁস হয়ে থাকলেও তা দিল্লি ও হরিয়ানার বাইরে বার হয়নি। তাই যদি পরীক্ষা নেওয়া হয় তবে তা দিল্লি ও হরিয়ানাতেই নেওয়া হবে। দেশের বাকি রাজ্যে নয়। কারণ যদি প্রশ্ন ফাঁস হয়েও থাকে তবে সেখান পর্যন্ত ফাঁস হওয়া প্রশ্ন ছড়ায়নি। অঙ্ক ফের নেওয়া হবে কিনা তা আগামী ১৫ দিনের মধ্যেই তদন্তে পরিস্কার হয়ে যাবে বলে জানান শিক্ষাসচিব। সেইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যদি পরীক্ষা ফের নিতে হয় তবে তা নেওয়া হবে আগামী জুলাই মাসে।