সিবিএসই প্রশ্নফাঁস কাণ্ডে বোর্ড প্রধান অনিতা কারওয়ালের ইস্তফার দাবিতে সোচ্চার হল কংগ্রেসের ছাত্র শাখা ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া। মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে দেখা করে এই দাবি তুলল তারা। এদিকে সিবিএসই প্রশ্নফাঁস কাণ্ডে একগুচ্ছ প্রশ্ন উঠছে। কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অনিতা কারওয়ালের কাছে মেল করে সিবিএসই-র প্রশ্নফাঁসের খবর দেওয়া হয়েছিল। সেই মেলে হাতে লেখা প্রশ্ন উত্তর এসেছিল। মেলে পরীক্ষা স্থগিত করার পরামর্শও দেওয়া হয়েছিল। পরীক্ষার বেশ কয়েক ঘণ্টা আগে আসা সেই মেল দেখেও কেন তারপর পরীক্ষা স্থগিত করা হল না তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
এদিকে পুলিশ তদন্তে নেমে ওই মেল কোথা থেকে পাঠানো হয়েছিল তা নির্ণয় করতে গুগলের দ্বারস্থ হয়েছে। তাদের কাছে সহযোগিতা চেয়েছেন তদন্তকারীরা। প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যেই একটি কোচিং সেন্টারের মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শুক্রবার ২ দফায় ভিকি নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। তবে তাকে এখনও গ্রেফতার করা হয়নি। একইভাবে ৬ জন ছাত্রকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।