সিবিএসই দশম শ্রেণির অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর শুরু হয়েছিল তদন্ত। এদিকে কয়েকদিন আগে কেন্দ্রীয় শিক্ষাসচিব অনিল স্বরূপ ঘোষণা করেন আগামী ২৫ এপ্রিল সিবিএসই দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা ফের নেওয়া হবে। কিন্তু অঙ্ক পরীক্ষা নেওয়া হবে কিনা তা নিশ্চিত নয়। হলেও তা হবে দিল্লি ও হরিয়ানায়। অবশেষে মঙ্গলবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল অঙ্ক পরীক্ষা ফের নেওয়া হবে না। কোথাওই নেওয়া হবেনা।
কেন্দ্র মনে করছে না যে প্রশ্নপত্র ফাঁস হলেও সেই সময় হাতে ছিল যে ছাত্রছাত্রীরা তা পুরোপুরি সমাধান করে তা মাথায় রেখে পরীক্ষায় বসবে। ফলে সবদিক খতিয়ে দেখেই অঙ্ক পরীক্ষা আর নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিল সরকার।