ছাত্রীদের সামনে বেশ কোণঠাসা দেশ জোড়া ছাত্রকুল। পাশের হারেও তাঁদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ছাত্রীরা। আর যে স্থানটি দখলের পিছনে গোটা দেশের ছাত্রছাত্রীরা লড়াই দেন, সেই প্রথম স্থানও অধিকার করেছে এক ছাত্রীই। শুধু প্রথম স্থানই বা বলি কেন সেকেন্ডও সেই এক ছাত্রীই। শনিবার সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পর এমনটাই দেখল গোটা দেশ। ফল প্রকাশিত হয়েছে সিবিএসই-র ওয়েবসাইটে। এছাড়া এসএমএস করেও ফল জানতে পারছে ছাত্রছাত্রীরা।
৫০০ নম্বরের পরীক্ষা। আর তারমধ্যে ৪৯৯ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছেন উত্তরপ্রদেশের মেয়ে মেঘনা শ্রীবাস্তব। দ্বিতীয় স্থানও দখল করেছে আর এক উত্তরপ্রদেশ কন্যা অনুষ্কা চন্দ্রা। অনুষ্কা পেয়েছে ৪৯৮ নম্বর। ৪৯৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৭ জন। এবার সার্বিক পাসের হার ৮৩.০১ শতাংশ। যারমধ্যে এবার ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি। যেখানে ছাত্রীদের পাসের হার ৮৮.৩১ শতাংশ, সেখানে ছাত্রদের পাসের হার ৭৮.০৯ শতাংশ। দেশের মধ্যে ত্রিবান্দম এলাকার ছাত্রছাত্রীদের পাসের হার সবচেয়ে বেশি। ত্রিবান্দম থেকে পাস করেছে ৯৭.৩২ শতাংশ ছাত্রছাত্রী। দ্বিতীয় স্থানে চেন্নাই, তৃতীয় স্থানে দিল্লি।