National

সিবিএসই দশমে প্রথম স্থানে ৪ জন, পাসের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা

ঠিক ছিল বিকেল ৪টের পর বার হবে ফলাফল। তাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিল ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই। কিন্তু তার অনেক আগে দুপুরেই ফল প্রকাশ করে দিল বোর্ড। প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফলাফল। এবার প্রথম স্থানে জায়গা পেয়েছে ৪ জন ছাত্রছাত্রী। প্রত্যেকেরই সংগ্রহ ৫০০ নম্বরের পরীক্ষায় ৪৯৯। মাত্র ১ নম্বর কাটা গিয়েছে ৪ জনের। এমন ঘটনা সাধারণত দেখা যায়না। প্রথম স্থানে সাধারণভাবে ১ জনকেই পাওয়া যায়। ফলে সেদিক থেকে এই ফলাফল বিরল। প্রথম স্থানে থাকা ৪ ছাত্রছাত্রী হল গুরগাঁও ডিপিএসের প্রকাশ মিত্তল, শামলির স্কটিশ ইন্টার ন্যাশনাল স্কুলের নন্দিনী গর্গ, বিজনৌরের আরপি পাবলিক স্কুলের রিমঝিম আগরওয়াল এবং কোচির ভবনস্‌ বিদ্যালয়ের শ্রীলক্ষ্মী জি। অর্থাৎ প্রথম স্থান ভাগাভাগি করে নিয়েছে ১ ছাত্র ও ৩ ছাত্রী।

সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় এবার পাসের হার ৮৬.৭০ শতাংশ। যারমধ্যে মেয়েদের পাসের হার ছেলেদের চেয়ে বেশি। মেয়েদের পাশের হার ৮৮.৬৭ শতাংশ। ছেলেদের পাসের হার ৮৫.৩২ শতাংশ। সিবিএসই দ্বাদশের মত মেয়েদের সঙ্গে ছেলেদের পাসের হারের ফারাক বিশাল না হলেও ফারাক কিন্তু রয়েছে। আর এক্ষেত্রেও মেয়েদের পাসের হার বেশি। ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়ে পাস করেছে ২৭ হাজার ৪৭৬ জন ছাত্রছাত্রী। তিরুবনন্তপুরম এলাকার ছাত্রছাত্রীদের পাসের হার সবচেয়ে বেশি। ৯৯.৬০ শতাংশ ছাত্রছাত্রীই এখান থেকে পাস করেছে। দ্বিতীয় সফল জোন চেন্নাই। তৃতীয় স্থানে রয়েছে আজমের। সিবিএসই-র ওয়েবসাইটে ফলাফল জানতে পারা যাচ্ছে। ফল জানা যাচ্ছে এসএমএসের মাধ্যমেও।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button